কলকাতা: অমিত শাহের মিছিল ঘিরে দফায় দফায় উত্তেজনা ও বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবি বদলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের ছবির পরিবর্তে বিদ্যাসাগরের ছবি উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর প্রোপাইলে৷ এবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা কিছুটা স্থিতু হতেই এবার নয়া ইস্যু মোকাবিলা করতে সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী৷
বিদ্যাসাগরের ছবি বদলে আজ নিজের ট্যুইটার, ফেসবুক অ্যাকাউন্টে ১২জন মনীষীর একটি ছবির কোলাজ প্রোফাইলে তুলে ধরেন মমতা৷ ছবিটির উপরে লেখা জয় হিন্দ৷ নীচে রয়েছে জয় বাংলা লেখা৷ ইতিমধ্যেই জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে রাজনীতি মেশানো হচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় তীব্র আপত্তি জানান মমতা৷ মুখ্যমন্ত্রী লেখেন, জয় শ্রীরাম স্লোগানকে বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করছে৷ ধর্মীয় স্লোগানের নামে মানুষকে বিভ্রান্তি ফেলছে বিজেপি৷ এটা শুভ লক্ষণ নয়৷ যাঁরা এই নিয়ে বিভ্রান্তি ছড়াছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটাই চূড়ান্ত সময়৷
লেখেন, ‘‘রাজনৈতিক দলের স্লোগান থাকতেই পারে৷ তা নিয়ে আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু, যাঁরা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলছে, তাঁদের প্রতি আমার বিরোধীতা৷ বাংলায় হিংসা ছড়াতে ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ এটা বাংলার মানুষ রুখে দেবে৷’’ লেখেন, জয় সিয়া রাম কিংবা জয় রামজি কি থেকে রাম নাম সত্যা হ্যায়ের মতো স্লোগান ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার হয়৷ কিন্তু, বাংলায় ইচ্ছা করে ধর্মীয় স্লোগান ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ৷ জোর করে আরএসএস বাংলার রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছে৷ এর ফরে ঘৃণা ও হিংসার পরিবেশ তৈরি করার মরিয়া চেষ্টা করা হচ্ছে৷’’ এই বিষয়ে লিখতে গিয়ে সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তোলেন মমতা৷ সেখেন, ‘‘বাংলায় ঘৃণার মতাদর্শ ছড়াতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ বিজেপি প্রভাবিত সংবাদমাধ্যম ভুয়ো ভিডিও ও ভুয়ো খবর ছড়াচ্ছে৷ আর তার জেরেই তৈরি করে বিভ্রান্তি৷ বাস্তব পরিস্থিতি চাপে দেওয়া হচ্ছে৷’’
এবার নিজের প্রোফাইলের ছবি বদলে জয় হিন্দ ও জয় বাংলা রেখে নয়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷