নয়াদিল্লি: চিনের থেকেও দ্বিগুণ গতিতে বাড়ছে ভারতের জনসংখ্যা! আশঙ্কার রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে৷ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালেও ভারতের জনসংখ্যা ছিল ১২২ কোটি ৪৬ লক্ষ৷ এক দশকের মধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ কোটিতে৷ ৯ বছরেই ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছ সাড়ে ১৩ কোটির ওপরে৷
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১.২ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ভারতের। যা চিনের তুলনায় দ্বিগুণেরও বেশি৷ চিনে এই ৯ বছরে জনসংখ্যা বেড়েছে মাত্র ০.৫ শতাংশ৷ ১৯৯৪ সালেও ভারত ছিল ৯৪ লাখের দেশ। আড়াই দশকেই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ কোটিতে। বিগত ২৫ বছরেই ভারতের জনসংখ্যা বেড়েছে ৪২ কোটি?
ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ডসের দেওয়া রিপোর্ট বলছে, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভারতীয়দের গড় আয়ুও বেড়েছে। স্বাধীনতার পরপরও ভারতীয়দের গড় আয়ু ছিল পঞ্চাশের কাছাকাছি। ১৯৯৪ সালে ভারতীয়দের গড় আয়ু বেড়ে দাঁড়ায় ৬০ বছরে। ২০১৯ সালে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৬৯ বছরে। ভারতে এই মুহূর্তে ০-১০ ও ১০-২৪ বছরের নাগরিকের সংখ্যা ২৭ শতাংশ। দেশের ৬৭ শতাংশ মানুষের গড় বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। ৬ শতাংশ এমন মানুষ রয়েছেন যাদের বয়স ৬৫ বছরের ওপরে।