তলানিতে ঠেকেছে ভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা: সমীক্ষা

নয়াদিল্লি: ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিসর ক্রমশই সংকীর্ণ হচ্ছে! আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘রিপোর্টাস উইদাউট বর্ডার’ প্রকাশিত তালিকায় সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৪০তম স্থানে রয়েছে ভারত। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ, নরওয়ে ও ফিনল্যান্ড। ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ শীর্ষক এই রিপোর্টে গত বছর ভারত ১৩৮ নম্বরে থাকলেও এবার তা দু’ধাপ নেমে

তলানিতে ঠেকেছে ভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা: সমীক্ষা

নয়াদিল্লি: ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিসর ক্রমশই সংকীর্ণ হচ্ছে! আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘রিপোর্টাস উইদাউট বর্ডার’ প্রকাশিত তালিকায় সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৪০তম স্থানে রয়েছে ভারত। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ, নরওয়ে ও ফিনল্যান্ড।

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ শীর্ষক এই রিপোর্টে গত বছর ভারত ১৩৮ নম্বরে থাকলেও এবার তা দু’ধাপ নেমে গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র, পুলিশ, রাজনৈতিক দলগুলির পাশাপাশি মাওবাদীদের মতো সশস্ত্র সংগঠনগুলির হিংসারও শিকার হচ্ছেন ভারতের সাংবাদিকেরা।

গত এক বছরে ছ’জন সাংবাদিক পেশাগত দায়বদ্ধতার দেখাতে গিয়ে খুন হয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিদেশি সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণের সরকারি ‘সক্রিয়তা’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। ২০১৬ সালের রিপোর্টে ১৩৩তম স্থানে থাকলেও তার পর থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে ক্রমাগত ভারতের অবস্থান ক্রমশ তলানির দিকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =