নয়াদিল্লি: গোটা পৃথিবীকে ছাপিয়ে ভারতই হতে চলেছে বৃহত্তম ইসলাম ধর্মাবলম্বী দেশ! সমীক্ষা বলছে, আগামী ২০৬০ সালের মধ্যেই বিশ্বে সব থেকে বেশি সংখ্যাক মুসলমান জনসংখ্যা দেশের শিরোপা পেতে পারে ভারত৷
মার্কিন সমীক্ষক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে, ২০৬০ সালের মধ্যে মুসলমান জনসংখ্যায় বিশ্বে ভারত হবে এক নম্বর৷ এই মুহূর্তে মুসলমান জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম ইন্দোনেশিয়া৷ সমীক্ষায় বলা হয়েছে, যে হারে মুসলমান জনসংখ্যা বাড়ছে, তাতে আদূর ভবিষ্যতে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বিশ্বের পয়লা নম্বরে চলে আসবে ভারত৷
সমীক্ষা রিপোর্ট বলছে, ২০১৫ সালের হিসেবে গোটা বিশ্বের মুসলমান জনসংখ্যার মধ্যে ইন্দোনেশিয়ায় ছিল ১২.৬ শতাংশ। ২০৬০ সালেও বিশ্বের মোট মুসলমান জনসংখ্যার ১১.১ শতাংশ থাকবে ভারতে। তবে ভারতের মোট জনসংখ্যার হিসেবে মুসলমান জনসংখ্যা ১৪.৯ থেকে বেড়ে হবে ১৯.৪ শতাংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷
এর আগে ২০১৫ সালেও একটি রিপোর্ট প্রকাশ করেছিল পিউ রিসার্চ সেন্টার। সেবার বলা হয়েছিল ২০৫০ সাল পর্যন্ত গোটা বিশ্বে ধর্মের ভিত্তিতে কেমন হবে জনসংখ্যার বিন্যাস। ২০১৫ সালে গোটা বিশ্বে মুসলমান জনসংখ্যা ছিল ১.৬ বিলিয়ন। ২০৫০ সালে সেটা বেড়ে হবে ২.৮ বিলিয়ন। ২০১৫ সালে বিশ্বে মোট খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.৯ বিলিয়ন। ২০৫০ সালে সেটা একই থাকবে৷ রিপোর্টে আরও দাবি বলা হয়েছে, খ্রিস্টানদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ যতটা বেশি, মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে তুলনায় বেশি বংশবৃদ্ধির হার। একজন মুসলমান মহিলা গড়ে জন্ম দেন ৩.১টি শিশু৷ বাকি সম্প্রদায়ের ক্ষেত্রে এই হার ২.৩টি৷