হেরে গিয়েও যেন জয়ী! এটাই ‘ইন্ডিয়া’ জোটের সাফল্য

নিজস্ব প্রতিনিধি:  হেরে গিয়েও যেন জয়ী হয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর গোটা দেশ জুড়ে কার্যত এমনই প্রেক্ষাপট দেখা গিয়েছে। বিজেপির…

INDIA opposition coalition victory

নিজস্ব প্রতিনিধি:  হেরে গিয়েও যেন জয়ী হয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর গোটা দেশ জুড়ে কার্যত এমনই প্রেক্ষাপট দেখা গিয়েছে। বিজেপির শক্তিকেন্দ্র উত্তরপ্রদেশে তাদের পিছনে ফেলে দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। গুজরাটেও একটি আসন হারাতে হয়েছে বিজেপিকে। বিজেপি উল্লেখযোগ্য ভাবে আসন হারিয়েছে রাজস্থান, কর্ণাটক, হরিয়ানায়।

বিজেপির ভরাডুবি

এছাড়া পশ্চিমবঙ্গে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। সবচেয়ে বড় কথা একার ক্ষমতায় বিজেপি এবার কেন্দ্রে ক্ষমতায় আসতে পারল না। তাদের ভরসা করতে হচ্ছে জোট শরিকদের উপর। তাঁদের অন্যতম দুই শরিক রয়েছেন যারা হলেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, যারা মসৃণ ভাবে কতটা এনডিএ জোটে থাকবেন, বা সব ক্ষেত্রে নরেন্দ্র মোদিকে সাহায্য করবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন রাজনীতির কারবারিরা।

কেন্দ্রে হ্যাটট্রিক

তাঁদের অতীতের ইতিহাস থেকেই এমন প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহল। যে বিষয়টি বিজেপির পক্ষে একেবারেই স্বস্তিদায়ক কিন্তু হবে না। তাই কেন্দ্রে হ্যাটট্রিক করার পরেও বিজেপিকে মঙ্গলবার বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়নি। বলা ভাল কিছুটা নিজেদের গুটিয়ে রেখেছিল তারা।

বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট

ঘটনা হল বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ম্যাজিক সংখ্যা ২৭২ এর কাছাকাছি কিন্তু চলে গিয়েছিল। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, দিল্লি, ওড়িশায় বড় সাফল্য না পেলে বিজেপি কিন্তু শরিকদের নিয়েও ক্ষমতায় আসতে পারত না। আর সেই বিষয়টাই যেন তাড়া করে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ৪০০ আসন তো দূরের কথা, এনডিএ জোট ৩০০ পার করতে পারেনি। আর তাতেই যেন মরাল ভিক্টরি হয়েছে বিরোধীদের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বিরোধী শিবিরে অক্সিজেন

এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরিলি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। যা গোটা বিরোধী শিবিরকে অক্সিজেন দিয়েছে। দেশবাসী বুঝতে পারছে বিজেপির গড়েও তাদের হারানো যায়। এই উপলব্ধি এনে দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। সেটাই বা কম কিসের?

‘ভারত জোড়ো যাত্রা’র প্রভাব

এই লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে কংগ্রেসের উত্থান হয়েছে। তারা প্রায় ১০০ আসনে জয়ী হয়েছে। কংগ্রেসের দাবি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনে। সবমিলিয়ে আগামী দিনে সংসদের উভয় কক্ষে একাধিক ইস্যুতে বিজেপিকে চেপে ধরতে প্রস্তুত বিরোধীরা। স্বাভাবিকভাবেই জিতেও কিন্তু স্বস্তিতে নেই বিজেপি। তাই বিরোধীরা যেন হেরে গিয়েও জয়ীর মর্যাদা পাচ্ছে!

 

Politics: INDIA opposition coalition victory. Despite losing, India’s opposition coalition, ‘INDIA,’ emerged victorious in the Lok Sabha elections 2024. They outperformed BJP in key states like Uttar Pradesh and Gujarat. Congress’s significant win, including Rahul Gandhi’s victory, provided a morale boost.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *