হাসিনাকে কি আশ্রয় দেবে ভারত? সমস্যা ঠিক কোথায়?

নয়াদিল্লি: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারের। ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই মুহূর্তে দিল্লির সেফ হাউসে…

hasina modi1

নয়াদিল্লি: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারের। ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই মুহূর্তে দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। তবে তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ কারণ ইতিমধ্যে মুখ ফিরিয়েছে ব্রিটেন ও আমেরিকা৷ এই পরিস্থিতিতে কি ভারতে আশ্রয় চাইতে পারেন মুজিব-কন্যা? কেন তাঁকে আশ্রয় দিতে ‘সংকোচ’ নয়াদিল্লির?

 

বাংলাদেশ নিয়ে আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়েছে ভারত। হাসিনাকে ভারত আশ্রয় দিলে সংঘর্ষে নির্দিষ্ট পক্ষকে সমর্থন করার বার্তা পৌঁছাবে৷ বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক রাখতে হলে হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের পক্ষে সম্ভবপর নয়। ভারত যে নির্দিষ্ট কোনও নেতা বা নেত্রী নন, বরং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়, সেই বার্তাই দিতে চাইবে নয়াদিল্লি।

 

ভারতের সঙ্গে ৪ হাজার ৯৬ কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের৷ হাসিনাকে আশ্রয় দিলে নয়াদিল্লিকে ‘হস্তক্ষেপকারী’ হিসেবে ধরে নিয়ে ষড়যন্ত্রের ছক কষতে পারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো। সেই দিকেও নজর রাখতে হবে৷ ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে৷ এই পরিস্থিতিতে ভারত মুজিব-কন্যাকে আশ্রয় দিতে চাইবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল৷