বিশ্বের সবথেকে খরচবহুল নির্বাচন এবার ভারতেই: মার্কিন সমীক্ষা

নয়াদিল্লি: কে বলছে, মানব উন্নয়ন সূচকে ১৩১ তম ভারত? কে বলছে, দেশের সাধারণ মানুষের গড় আয় ৩৬ টাকারও কম? কে বলেছে দেশের ন’জন কোটির সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সমনা? কে বলছে, দেশের ৬০ শতাংশ জনসংখ্যার হাতে রয়েছে মাত্র ৪.৮ শতাংশ জাতীয় সম্পদ! সাম্প্রতিক কালে উঠে আসা সমস্ত তথ্যে জল ঠেলে গোটা বিশ্বকে চমক দিয়ে

বিশ্বের সবথেকে খরচবহুল নির্বাচন এবার ভারতেই: মার্কিন সমীক্ষা

নয়াদিল্লি: কে বলছে, মানব উন্নয়ন সূচকে ১৩১ তম ভারত? কে বলছে, দেশের সাধারণ মানুষের গড় আয় ৩৬ টাকারও কম? কে বলেছে দেশের ন’জন কোটির সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সমনা? কে বলছে, দেশের ৬০ শতাংশ জনসংখ্যার হাতে রয়েছে মাত্র ৪.৮ শতাংশ জাতীয় সম্পদ! সাম্প্রতিক কালে উঠে আসা সমস্ত তথ্যে জল ঠেলে গোটা বিশ্বকে চমক দিয়ে বথেকে খরচবহুল নির্বাচন করাতে চলছে ভারত৷

আমেরিকার এক গবেষণা সংস্থা কার্নিগে এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস জানিয়েছে, ২০১৯-এর আসন্ন লোকসভা নির্বাচনই বিশ্বের সবথেকে খরচবহুল নির্বাচন হতে চলেছে৷ দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ভোট করাতে খরচ হবে বিপুল পরিমাণ টাকা৷ সংস্থার আশঙ্কা, এবার শাসক-বিরোধী শিবিরে কড়া লড়াই হতে চলেছে৷ এর পিছনে থাকবে হাওলা ও বন্দুকের নলের কেরামতি! ফলে সেই সূত্রেই আসন্ন নির্বাচনে প্রচুর অর্থের আদানপ্রদান ও খরচ হবে৷

২০১৬ সালে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন ও কংগ্রেসনাল ভোটে ৬৫০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছিল। তার আগে ২০১৪ সালে ভারতে দেশে লোকসভা নির্বাচনে ৫০০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছিল। আর সেই নিরিখে এবছর দেশের কয়েকটি রাজ্যে সাধারণ নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও হতে চলেছে। কাজেই সেক্ষেত্রে আসন্ন নির্বাচন যে খরচবহুল হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। গত লোকসভা নির্বাচনের ৫০০ কোটি ডলারের হিসেব দেখানোর পর মিলনের দাবি, এ বছর খরচের সেই পরিমাণ দ্বিগুণ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =