কম আয় দেখিয়ে সাংসদের নামে আয়কর রিটার্ন, তাজ্জব কাকলি

কলকাতা: খোদ তৃণমূল সাংসদের হয়ে ভুয়ো আয়কর দাখির করা অভিযোগ৷ আয় কম দেখিয়ে আয়কর ফাইল করার অভিযোগ৷ সাংসদের সই ও প্যান কার্ড নম্বর জাল করে আয়কর জমা দেওয়ার অভিযোগ তুলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ দায়ের হায়েছে মামলা৷ ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে৷ নিজের আয়কর রিটার্ন দিতে গিয়ে সাংসদ জানতে পারেন, আগে থেকেই তাঁর নামে আয়কর অনলাইনে

কম আয় দেখিয়ে সাংসদের নামে আয়কর রিটার্ন, তাজ্জব কাকলি

কলকাতা: খোদ তৃণমূল সাংসদের হয়ে ভুয়ো আয়কর দাখির করা অভিযোগ৷ আয় কম দেখিয়ে আয়কর ফাইল করার অভিযোগ৷ সাংসদের সই ও প্যান কার্ড নম্বর জাল করে আয়কর জমা দেওয়ার অভিযোগ তুলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ দায়ের হায়েছে মামলা৷

ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে৷ নিজের আয়কর রিটার্ন দিতে গিয়ে সাংসদ জানতে পারেন, আগে থেকেই তাঁর নামে আয়কর অনলাইনে জমা পড়ে গিয়েছে৷ অন্য কেউ ফাইল করে দিয়েছে রিটার্ন। গোটা ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা কাকলি ঘোষ দস্তিদারে৷ সই জাল ও প্যান কার্ডের অপব্যাবহারের অভিযোগ তুলে মধ্যমগ্রাম থানার থানায় এফআইআর দায়ের কাকলির৷ রিটানেক কম আয় দেখানো হয়েছে। সই জাল করে অন্য কেউ রিটার্ন ফাইল করেছে বলেও অভিযোগ তোলেন তিনি৷ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে তাজ্জব হন তিনি৷ কিন্তু, একজন সাংসদের নামে কে বা কারা আয়কর জমা করালেন, কীভাবে সাংসদের প্যান নম্বরের অপব্যাহরার করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

তৃণমূলের অন্যতম রাজনৈতিক নেত্রী কাকলি ঘোষ দস্তিদার৷ বিপুল ভোটে জিতে এবারও সাংসদ হয়েছে তিনি৷ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে কাকলির বহু গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে তাঁর নামে৷ এছাড়াও, তাঁর লেখা একাধিক বিষয় ডাক্তারি পাঠ্যসূচীর অন্তর্গত হয়েছে৷ ইতিমধ্যেই দু’টি বই প্রকাশ করেছেন তিনি৷ ‘অস্তিত্ব ও স্ত্রীরোগবিজ্ঞান বিষয়ে ম্যানুয়াল অফ আল্ট্রাসাউন্ড ইন অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি’ ও ‘স্টেপ বাই স্টেপ ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড’ বেশ জনপ্রিয়৷ বছর ৬০-এর তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবারের লোকসভা নির্বাচনে তিনি তাঁর হলফনামায় জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় ১৫ লক্ষ ২০হাজার ৪৩০ টাকা৷ স্বামী আয় ৩০ লক্ষ ৬৭ হাজার ২৭০ টাকা৷ তাঁর নামে রয়েছে ২টি মামলা৷ তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০৪০৫৪৯৬ টাকা৷ স্বামীর রয়েছে ৯৩২৫৫২২ টাকা৷ স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬০০০০০ টাকা৷ স্বামীর ১৯২০০০০০ টাকা৷ ঋণ রয়েছে ৯৫৭৯১৪ টাকা৷ স্বামীর নামে রয়েছে ৫৩৮১৪৫ টাকা৷ পেশায় চিকিত্সক তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমবিবিএস৷ অ্যাডভান্স আলট্রা সাউন্ডে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *