সেচমন্ত্রীর মন্ত্রীর বাড়িতে আয়কর হানা

কর্নাটক : জেডি (এস) ও কংগ্রেস নেতাদের অফিস ও বাড়িতে আয়কর হানার আশঙ্কার প্রকাশ করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী তার একদিনের মধ্যেই তা সত্যি হল। বৃহস্পতিবার ভোরে সিআরপিএফের জওয়ানদের সঙ্গে নিয়ে কর্নাটকের ক্ষুদ্রসেচমন্ত্রী সি এস পুত্তারাজু ও তাঁর ভাগ্নের বাড়িতে হানা দেন আয়কর অফিসাররা। জেড্ (এস) নেতা পুত্তারাজু জানিয়েছেন, মান্ডায় তাঁর চিন্নাকুর্লির বাড়িতে এবং

সেচমন্ত্রীর মন্ত্রীর বাড়িতে আয়কর হানা

কর্নাটক : জেডি (এস) ও কংগ্রেস নেতাদের অফিস ও বাড়িতে আয়কর হানার আশঙ্কার প্রকাশ করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী তার একদিনের মধ্যেই তা সত্যি হল। বৃহস্পতিবার ভোরে সিআরপিএফের জওয়ানদের সঙ্গে নিয়ে কর্নাটকের ক্ষুদ্রসেচমন্ত্রী সি এস পুত্তারাজু ও তাঁর ভাগ্নের বাড়িতে হানা দেন আয়কর অফিসাররা। জেড্ (এস) নেতা পুত্তারাজু জানিয়েছেন, মান্ডায় তাঁর চিন্নাকুর্লির বাড়িতে এবং তাঁর ভাগ্নের মাইসুরুর বাড়িতে আয়কর হানা হয়েছে। কুমারস্বামীর দাবি, এজন্য দেশের নানা প্রান্ত থেকে সিআরপিএফ জওয়ানদের আনা হয়েছে। মমতা যেভাবে সিবিআইয়ের মোকাবিলা করেছেন, সেভাবেই তিনিও এর মোকাবিলা করবেন। পুত্তারাজু বলেন, তিনি এতে ভীত নন। তাঁর প্রশ্ন, কোন বিজেপি নেতার বাড়িতে আয়কর হানা দিয়েছে। পুত্তারাজুর কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামীর হয়ে মান্ডায় প্রচারের দায়িত্বে রয়েছেন। সবমিলিয়ে ১০ থেকে ১৫টি জায়গায় আয়কর হানা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =