রেশন ব্যবস্থায় বড় পদক্ষেপ রাজ্যের, এক ক্লিকেই মিলবে সমাধান!

কলকাতা: ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন জমা নেওয়ার কাজ চলছে৷ শুরু হয়েছে ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়ার ১০ নম্বর ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া৷ আগামী ৩০ নভেম্বর অনলাইনে আবেদন করা যাবে৷ ভর্তুকি ছাড়া দেওয়ার আবেদনে ব্যপক সাড়া ফেলেছে৷ ফলে, আগামী দিনেও অনলাইনে রেশন কার্ডের সব ধরনের আবেদন করা যায়, তা ব্যবস্থা করতে চলেছে খাদ্য দপ্তর৷ রেশন কার্ড

3c3934e29ffba0ac10d135483f2e1fc8

রেশন ব্যবস্থায় বড় পদক্ষেপ রাজ্যের, এক ক্লিকেই মিলবে সমাধান!

কলকাতা: ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন জমা নেওয়ার কাজ চলছে৷ শুরু হয়েছে ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়ার ১০ নম্বর ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া৷ আগামী ৩০ নভেম্বর অনলাইনে আবেদন করা যাবে৷ ভর্তুকি ছাড়া দেওয়ার আবেদনে ব্যপক সাড়া ফেলেছে৷ ফলে, আগামী দিনেও অনলাইনে রেশন কার্ডের সব ধরনের আবেদন করা যায়, তা ব্যবস্থা করতে চলেছে খাদ্য দপ্তর৷

রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় আবেদন যাতে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই করা যায়, সেবিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে খাদ্য দপ্তর৷ আগামী ডিসেম্বরে এই ব্যবস্থা কার্যকর করা ভাবনাও শুরু হয়েছে৷ অনলাইন ও অফলাইনেও ফর্ম জমা করানো ব্যবস্থা করা যেতে পারে বলে খবর৷

এই মুহূর্তে খাদ্য দপ্তরের ওয়েবসাইট wbpds.gov.in থেকে ১০ নম্বর ফর্ম পূরণ করা যাচ্ছে৷ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এউ প্রক্রিয়া৷ জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে ৩০ নভেম্বরের পর অনলাইনে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা চালু করতে পারে খাদ্য দপ্তর৷ অফলাইনেও একই ব্যবস্থা চালু থাকবে৷

রেশন কার্ডের জন্য ৩ থেকে ১০ নম্বর বিভিন্ন ফর্ম চালু আছে৷ ভর্তুকির রেশনের জন্য পরিবারের সদস্যর নাম তুলতে গেলে ৩ নম্বর ফর্ম পূরণ করতে হয়৷ পরিবারের নতুন সদস্যর নাম অন্তর্ভুক্ত করার জন্য ৪ নম্বর ফর্ম, কার্ডে নাম ভুল, ঠিকানা সংশোধনের জন্য পাঁচ নম্বর ফর্ম, ডিলার পরিবর্তন থেকে কার্ড হারানো সহ বিভিন্ন কারণের ক্ষেত্রে নানা ফর্ম আছে৷ আগামী মাস থেকে অনলাইন ব্যবস্থা নয়া ব্যবস্থা চালু হলে ৩ থেকে ৯ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকবে বলেই খবর৷ তবে, অনলাইনে আবেদন করলেও বাড়িতে গিয়ে তদন্ত করে দেখবে খাদ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *