মমতার রাজ্যে ‘সন্ত্রাসে’র বিজ্ঞাপন এবার দিল্লিতে, নয়া কৌশল বিজেপির

কলকাতা: মমতার রাজ্যের রাজনৈতিক ‘সন্ত্রাস’ ফের দিল্লিতে তুলে ধরতে নয়া কৌশল বঙ্গ বিজেপির৷ বাংলায় রাজনৈতিক বলি হওয়া বিজেপির ৪২টি ‘শহিদ’ পরিবারকে দিল্লি নিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি৷ আজ সোমবার ৪২টি পরিবারের সদস্যদের বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে৷ শিয়ালদহ স্টেশান থেকে ‘শহিদ’ পরিবারের সদস্যরা দিল্লির ট্রেন ধরেন৷ দাঁড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্র তাপস বর্মণ

মমতার রাজ্যে ‘সন্ত্রাসে’র বিজ্ঞাপন এবার দিল্লিতে, নয়া কৌশল বিজেপির

কলকাতা: মমতার রাজ্যের রাজনৈতিক ‘সন্ত্রাস’ ফের দিল্লিতে তুলে ধরতে নয়া কৌশল বঙ্গ বিজেপির৷ বাংলায় রাজনৈতিক বলি হওয়া বিজেপির ৪২টি ‘শহিদ’ পরিবারকে দিল্লি নিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি৷ আজ সোমবার ৪২টি পরিবারের সদস্যদের বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে৷

শিয়ালদহ স্টেশান থেকে ‘শহিদ’ পরিবারের সদস্যরা দিল্লির ট্রেন ধরেন৷ দাঁড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্র তাপস বর্মণ ও রাজেশের পরিবারের সদস্যরা সোমবার দিল্লি রওনা হচ্ছেন৷ তাঁদের সঙ্গে রয়েছেন নদীয়া, উত্তর ২৪ পরগনা জেলার নিহত বিজেপির পরিবারের সদস্যরা৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ৪২টি ‘শহিদ’ পরিবারের সদস্যরা৷ সেখানে রাজ্যের ‘সন্ত্রাসে’র চিত্র তুলে ধরবেন তাঁরা৷ সঙ্গে বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ারও কর্মসূচি কয়েছে ‘শহিদ’ পরিবারের সদস্যদের৷ দাঁড়িভিট হাইস্কুল কাণ্ডে নিহত এবিভিপি সদস্য তাপসের মা মঞ্জু বর্মণ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমররা সিবিআই তদন্তের দাবি জানাব৷ আশাকরি প্রধানমন্ত্রী আমাদের আবেদন রাখবেন৷

যদিও, রাজ্য সরকারের তরফে এর আগে একাধিক বার মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, বাংলায় কোনও রাজনৈতিক হিংসায় মৃত্যুর ঘটনা ঘটেনি৷ উল্টে বিজেপিই তৃণমূল কর্মীদের খুন করছে৷ এই নিয়ে তথ্য পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *