সাতসকালে দিলীপকে দৌড় করিয়ে হামলা তৃণমূলের!

কলকাতা: সাতসকালে দিলীপ ঘোষের উপর হামলা৷ রাজ্য বিজেপি সভাপতিকে তাড়া করে হামলা করার অভিযোগ৷ খাস কলকাতার লেকটাউনে চায়ে পে চর্চার জনসংযোগে অংশ নিতে গিয়ে আক্রান্ত হন তিনি৷ বিজেপির পতাকা ছেড়া, কর্মীদের উপর হামলা ও দিলীপকে কাল পতাকা দেখানোর অভিযোগ উঠেছে সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷ জানা গিয়েছে, দিলীপ ঘোষ শুক্রবার সকালে চায়ে পে

সাতসকালে দিলীপকে দৌড় করিয়ে হামলা তৃণমূলের!

কলকাতা: সাতসকালে দিলীপ ঘোষের উপর হামলা৷ রাজ্য বিজেপি সভাপতিকে তাড়া করে হামলা করার অভিযোগ৷ খাস কলকাতার লেকটাউনে চায়ে পে চর্চার জনসংযোগে অংশ নিতে গিয়ে আক্রান্ত হন তিনি৷ বিজেপির পতাকা ছেড়া, কর্মীদের উপর হামলা ও দিলীপকে কাল পতাকা দেখানোর অভিযোগ উঠেছে সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷

জানা গিয়েছে, দিলীপ ঘোষ শুক্রবার সকালে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ নেন৷ অভিযোগ, কর্মসূচি চলাকালীন দিলীপ ঘোষের উপর হামলা চালানো হয়৷ দিলীপকে তাড়া করে হামলার অভিযোগ ওঠে৷ গোটা ঘটনার পিছনে দমকলমন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে দিলীপ ঘোষ৷

আজ সকালে সুজিত বসুর এলাকাতে ‘দাদাকে বলো’ কর্মসূচি চলছিল বিজেপির৷ ওই কর্মসূচি পালনের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযোগ, বিজেপির কর্মসূচির ওপর আক্রমণ চালায় তৃণমূল৷ প্রথমে তৃণমূল কর্মীরা বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাতে থাকেন৷ দিলীপ ঘোষকে তাড়া করে হামলা করা হয়৷ একইসঙ্গে বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ৷ যদিও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের চেষ্টায় রক্ষা পেয়ে যান দিলীপ৷ আশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়৷

গোটা ঘটনায় দায় তৃণমূল মন্ত্রীর উপর চাপিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে৷ আর সেই ভয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালাচ্ছে তৃণমূল৷ গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ ঘটনা বলেও পাল্টা অভিযোগ তৃণমূলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =