গত দু’বছরে অপরাধহীন বাংলার ৭ গ্রাম! পুরস্কার দিল পুলিশ

বাঁকুড়া: বর্তমান সময়ে বিশ্বজুড়ে অপরাধ প্রবনতা চিন্তার কারণ হয়ে উঠেছে৷ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সহ আরও নানান ক্ষেত্রে এই অপরাধ প্রবনতা প্রশাসনের ঘুম কেড়েছে৷ কিন্তু ভারতের মানচিত্রে এমন জায়গাও আছে যেখানে ‘অপরাধ’ শব্দটা বড্ড বেমানান৷ এই রাজ্যেই বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত ৭টি গ্রাম সেই জায়গাগুলির মধ্যে পড়ে৷ প্রশাসন বলছে এমনটাই৷ বিগত দুবছরে ওই গ্রামগুলি

45aad853928abcdb1fd5b9e8afd60fc6

গত দু’বছরে অপরাধহীন বাংলার ৭ গ্রাম! পুরস্কার দিল পুলিশ

বাঁকুড়া: বর্তমান সময়ে বিশ্বজুড়ে অপরাধ প্রবনতা চিন্তার কারণ হয়ে উঠেছে৷ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সহ আরও নানান ক্ষেত্রে এই অপরাধ প্রবনতা প্রশাসনের ঘুম কেড়েছে৷ কিন্তু ভারতের মানচিত্রে এমন জায়গাও আছে যেখানে ‘অপরাধ’ শব্দটা বড্ড বেমানান৷

এই রাজ্যেই বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত ৭টি গ্রাম সেই জায়গাগুলির মধ্যে পড়ে৷ প্রশাসন বলছে এমনটাই৷ বিগত দুবছরে ওই গ্রামগুলি থেকে আসেনি কোনো অশান্তির খবর৷ এমনকি নূন্যতম চুরি-ছিনতাইয়ের খবর পর্যন্ত নেই৷ গ্রামগুলি হল ইন্দাস ২ পঞ্চায়েতের মেরাল, আকুই ২ পঞ্চায়েতের কাশপুকুর, আমরুল পঞ্চায়েতের মদনবাটি, কড়িশুন্ডা পঞ্চায়েতের সেখডাঙা, ইন্দাস ১ পঞ্চায়েতের প্রতাপমাঠ ও সাঁওতারি এবং রোল পঞ্চায়েতের ভাসনা৷

শান্তিপ্রিয় এই গ্রামগুলিকে রোল মডেল হিসেবে তুলে ধরতে চায় প্রশাসন৷ তাই শান্তির বার্তাবাহক ওই গ্রামগুলির প্রতিনিধিদের হাতে এবছর শারদ-সম্মান অনুষ্ঠানে শংসাপত্র ও স্মারক দেওয়া হয় ইন্দাস থানার পক্ষ থেকে৷ পুলিশ আধিকারিকদের কথায় গ্রামগুলিতে যেমন সব রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন তেমনই আছে মতবিরোধ৷

তবে দৈনন্দিন জীবনে এসবের কোনও প্রভাব পড়েনা৷ ছোটখাট সমস্যা গ্রামবাসীরা নিজেরাই মিটিয়ে নেন৷ দীর্ঘদিন থানায় অভিযোগ দায়ের হয়নি বা অশান্তির কোনো খবর পাওয়া যায়নি এমন জায়গা বেছে নিয়ে পুরস্কৃত করার অভিনব এই উদ্যোগ ছিল ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যু পালের৷ প্রশাসনিক আধিকারিকেরা বিদ্যুৎ বাবুর এই ভাবনার প্রশংসা করেছেন৷ আর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *