কাটমানি ইস্যুতে এবার তুমুল হট্টগোল তৃণমূলের অন্দরে

চুঁচুড়া: সিঙ্গুর বিডিও অফিসে তৃণমূলের বর্ধিত সভাকে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে৷ আরামবাগের নেতৃত্বের সঙ্গে যুব সংগঠনের বচসা তৈরি হয় বলেও খবর৷ তৃণমূলের মূল সংগঠনের নেতৃত্বর অভিযোগ, যুব নেতৃত্ব কাটমানি খেয়ে পঞ্চায়েতে টিকিট বিলি করেছেন৷ ফলে আরামবাগে অশান্তি বাড়ছে৷ সূত্রের খবর, এই নিয়ে জেলার যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তুমুল

কাটমানি ইস্যুতে এবার তুমুল হট্টগোল তৃণমূলের অন্দরে

চুঁচুড়া: সিঙ্গুর বিডিও অফিসে তৃণমূলের বর্ধিত সভাকে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে৷ আরামবাগের নেতৃত্বের সঙ্গে যুব সংগঠনের বচসা তৈরি হয় বলেও খবর৷ তৃণমূলের মূল সংগঠনের নেতৃত্বর অভিযোগ, যুব নেতৃত্ব কাটমানি খেয়ে পঞ্চায়েতে টিকিট বিলি করেছেন৷ ফলে আরামবাগে অশান্তি বাড়ছে৷

সূত্রের খবর, এই নিয়ে জেলার যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা  তুমুল বচসা তৈরি হয়৷ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায়ের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর দল আরামবাগের দায়িত্ব দিলীপ যাদবকে দিলেও তিনি আমাদের ফোন ধরেন না৷ দিলীপ যাদব বক্তব্য রাখতে উঠলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বৈঠক ছেড়ে বেরিয়ে যান৷

অন্যদিকে, লোকসভায় ভরাডুবির পর এবার আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সাংগঠনিক নেতাদের পরিবর্তে বিধায়কদেরই বেশি ক্ষমতা দিতে চলেছে তৃণমূল৷ লোকসভা দলের ভরাডুবি মেরামত করতে বিধায়কদের প্রস্তুতি করারও নির্দেশ ফিরহাদ হাকিমের৷ চেতলায় নিজের অফিসে হুগলি জেলার তৃণমূল বিধায়ক ও গত বিধানসভার প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে নির্দেশ ববির৷ লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় দলের ভরাডুবি হয়েছে তার কারণ উল্লেখ করে বিধায়কদের আগামী কয়েক দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *