মাও আতঙ্কে তটস্ত জঙ্গলমহল, সতর্ক বাহিনী-কমিশন

কলকাতা: পঞ্চম দফার মতো ষষ্ঠ দফাতেও ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়ে দিলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। শুধু বুথ নয়, এলাকায় গোলমাল ঠেকাতে ক্যুইক রেসপন্স টিম ও ক্যুইক অ্যাকশন টিমেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফায় রাজ্যে আসছে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথমে ঠিক হয়েছিল, ৬৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে।

মাও আতঙ্কে তটস্ত জঙ্গলমহল, সতর্ক বাহিনী-কমিশন

কলকাতা: পঞ্চম দফার মতো ষষ্ঠ দফাতেও ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়ে দিলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। শুধু বুথ নয়, এলাকায় গোলমাল ঠেকাতে ক্যুইক রেসপন্স টিম ও ক্যুইক অ্যাকশন টিমেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফায় রাজ্যে আসছে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথমে ঠিক হয়েছিল, ৬৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে।

পরে ঠিক হয়, ৭৪০ কোম্পানি পাঠানো হবে। ঠিক ছিল, ৯০ শতাংশের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এরপর বিজেপি অবস্থান করে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি জানায়। শুক্রবার সকালে দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়, ষষ্ঠ দফায় ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আরও ৩০ কোম্পানি শীঘ্রই আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ফলে ষষ্ঠ দফার ১৫ হাজার ৪২৮টি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। মোট ভোটার ১ কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার ৯৬৪ জন।

আগামী রবিবার ঝাড়গ্রামের ১৯৯৪টি বুথে ভোট হবে। যেহেতু ঝাড়গ্রাম মাওবাদী প্রভাবিত জেলা (এলডব্লুই) বলে চিহ্নিত, তাই সেখানে প্রতি বুথে এক সেকশন অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। তাঁদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরে ডিউটি করতে বলা হয়েছে। অন্য সব সাধারণ বুথে হাফ সেকশন বা চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ডিউটি করবেন। ষষ্ঠ দফায় যেসব লোকসভা কেন্দ্রে ভোট হবে, ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। টহলদারিও শুরু হয়েছে। জঙ্গলমহলে ল্যান্ডমাইন খোঁজার কাজও শুরু করে দিয়েছে। মাইন নিরোধক যন্ত্র নিয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানদের তল্লাশি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইইডি বিস্ফোরণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। জঙ্গলের ভিতরের রাস্তায় গাড়ি ব্যবহার করতে বারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + two =