তৃণমূল-বিজেপির মিলিত প্রচেষ্টায় ভাঙা হয়েছে মূর্তি: বিমান

কলকাতা: বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে হেদুয়া পর্যন্ত মিছিল করা হয়৷ উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সহ বাম নেতারা। এদিন সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, ‘‘এই ঘটনা নিন্দা জানানো ভাষা খুঁজে পাওয়া যাবে না৷ বাংলায় মূর্তি ভাঙার ঘৃণ্য রাজনীতি চলছে৷ এই

তৃণমূল-বিজেপির মিলিত প্রচেষ্টায় ভাঙা হয়েছে মূর্তি: বিমান

কলকাতা: বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে হেদুয়া পর্যন্ত মিছিল করা হয়৷ উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সহ বাম নেতারা।

এদিন সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, ‘‘এই ঘটনা নিন্দা জানানো ভাষা খুঁজে পাওয়া যাবে না৷ বাংলায় মূর্তি ভাঙার ঘৃণ্য রাজনীতি চলছে৷ এই ঘটনা তৃণমূল ও বিজেপির মিলিত প্রচেষ্টায় ঘটানো হয়েছে৷ এই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত৷’’

অন্যদিকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে হাওড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল, নেতৃত্বে অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়াতেও প্রতিবাদ মিছিল তৃণমূলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =