তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উত্তর, শান্তি ফেরাতে অবরোধ স্থানীয়দের

কোচবিহার: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ৷ দেদার বোমাবাজি, চলল গুলি৷ পুড়ল বাইক৷ জ্বলল পার্টি অফিস৷ পুলিশকে লক্ষ্য করে ইট৷ পাল্টা পুলিশের লাঠি৷ তৃণমূল-বিজেপির সংঘর্ষ ও পুলিশের মারের প্রতিবাদে এলাকায় শান্তি ফেরানোর দাবি স্থানীয়দের৷ পথ অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের৷ অভিযোগ, একটি মিছিলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ জড়ায়৷ একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ৷ মুহুর্মুহু বোমা পড়তে

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উত্তর, শান্তি ফেরাতে অবরোধ স্থানীয়দের

কোচবিহার: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ৷ দেদার বোমাবাজি, চলল গুলি৷ পুড়ল বাইক৷ জ্বলল পার্টি অফিস৷ পুলিশকে লক্ষ্য করে ইট৷ পাল্টা পুলিশের লাঠি৷ তৃণমূল-বিজেপির সংঘর্ষ ও পুলিশের মারের প্রতিবাদে এলাকায় শান্তি ফেরানোর দাবি স্থানীয়দের৷ পথ অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের৷

অভিযোগ, একটি মিছিলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ জড়ায়৷ একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ৷ মুহুর্মুহু বোমা পড়তে থাকে এলাকায়৷ ছোড়া হয় ইট৷ রাস্তায় থাকা বেশ কয়েকটি বাইকে আগুন জ্বালিয়ে তাণ্ডব চালাতে থাকে তৃণমূল-বিজেপি উভয় শিবির৷ হামলা, পাল্টা হামলার জেরে তৃণমূল ও বিজেপি পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷

এলাকায় অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ স্থানীয়দের নাগালে পেয়ে লাঠিপাটা করতে থাকে পুলিশ৷ পুলিশের লাঠির বাড়িতে আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে তুফানগঞ্জে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা৷ তাঁদের অভিযোগ, তৃণমূল-বিজেপির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা৷ ফলে অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবিতে তাঁরা পথ অবরোধ করেন৷

তুফানগঞ্জে সংঘর্ষের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, বিজেপি কোচবিহার লোকসভা ভোটে জেতার পর থেকেই এলাকায় সন্ত্রাস পরিবেশ তৈরি করেছে৷ আর তারই ফলস্বরূপ আজ এই ঘটনা৷ পাল্টা বিজেপি, তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ জানানো হয়েছে, ভোটে জিততে না পেরে তৃণমূল এলাকায় তাণ্ডব চালাচ্ছে৷ তৃণমূল-বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগের চূড়ান্ত বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি অবিলম্বে এলাকায় ফিরুক শান্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *