তৃণমূলের প্রচারে ‘বিদেশি’ অভিনেতা, তদন্ত করবে স্বরাষ্ট্রমন্ত্রক

বিদেশি অভিনেতাকে দিয়ে তৃণমূলের প্রচার৷ নির্বাচন কমিশনে নালিশ বিজেপির৷ ভোটের প্রচারে কেন বিদেশি নাগরিক? বাংলায় নজর স্বরাষ্ট্রমন্ত্রকের৷ অবিলম্বে ওই অভিনেতাকে দেশে ফেরার নির্দেশ৷ জানা গিয়েছে, পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করলেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস৷ তৃণমূলের প্রচারে কেন বাংলাদেশের নাগরিক? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির৷ প্রচারের ছবি, ফুটেজ কমিশনে

7f4201ded38ab7d7fd1e6688393002ec

তৃণমূলের প্রচারে ‘বিদেশি’ অভিনেতা, তদন্ত করবে স্বরাষ্ট্রমন্ত্রক

বিদেশি অভিনেতাকে দিয়ে তৃণমূলের প্রচার৷ নির্বাচন কমিশনে নালিশ বিজেপির৷ ভোটের প্রচারে কেন বিদেশি নাগরিক? বাংলায় নজর স্বরাষ্ট্রমন্ত্রকের৷ অবিলম্বে ওই অভিনেতাকে দেশে ফেরার নির্দেশ৷

জানা গিয়েছে, পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করলেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস৷ তৃণমূলের প্রচারে কেন বাংলাদেশের নাগরিক? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির৷ প্রচারের ছবি, ফুটেজ কমিশনে জমা গেরুয়া শিবিরের৷ কমিশনের বিজেপির তরফে অভিযোগ দায়ের হতেই মাঠে নামে স্বরাষ্ট্রমন্ত্রক৷ অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকমিশনারকে৷ সূত্রের খবর, প্রচার ঘিরে বিতর্ক তৈরি হতেই বাংলাদেশ হাইকমিশনারের তরফেও অভিনেতা ফিরদৌসকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে৷ একজন বিদেশি নাগরিক হয়ে কেন ভোটের প্রচারে অভিনেতা ফিরদৌস? প্রশ্ন তোলা হয় ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের৷ বাংলাদেশের নাগরিক কিভাবে হাজির হতে পারেন পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে? ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেক৷ ভিসা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস৷

ফিরদৌস এখানকার অনেক বাংলা ছবিতেও অভিনয় করেছেন। কত ছবিতে যে ঋতুপর্ণার নায়কের ভূমিকায় তিনি ছিলেন তার ইয়ত্তা নেই। রায়গঞ্জ যেহেতু সীমান্তবর্তী এলাকা, অনেকে মনে করছেন মানুষের সেই সেন্টিমেন্টকে কাজে লাগাতেই শাসকদল প্রচারে বাংলাদেশের স্টারকে নিয়ে এসেছে। ফিরদৌসের সঙ্গে ছিলেন টলিউডের অঙ্কুশ এবং পায়েলও। বাংলাদেশের অভিনেতাকে তৃণমূলের প্রচারে দেখে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘আজকে ফিরদৌসকে এনেছে, কালকে দেখবেন ইমরান খানকে ডেকে নিয়ে আসবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *