নিজের এলাকায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, বাঁচাল র‌্যাফ!

খেজুরি: বাড়ছে অসন্তোষ৷ দফায় দফায় বিক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক৷ তাও আবার নিজের বিধানসভায় এলাকায়৷ মারমুখী জনতা থেকে কোনোক্রমে উদ্ধার বিধায়ক৷ র্যাফ ও কমব্যাট বাহিনী নামিয়ে বিধায়ককে উদ্ধার৷ ঘটস্থল খেজুরি৷ ঘটনার সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর থেকেই৷ অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় খেজুরির বিভিন্ন এলাকায়৷ অভিযোগ, শুক্রবার খেজুরির কুঞ্জপুরে বিজেপির

নিজের এলাকায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, বাঁচাল র‌্যাফ!

খেজুরি: বাড়ছে অসন্তোষ৷ দফায় দফায় বিক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক৷ তাও আবার নিজের বিধানসভায় এলাকায়৷ মারমুখী জনতা থেকে কোনোক্রমে উদ্ধার বিধায়ক৷ র‌্যাফ ও কমব্যাট বাহিনী নামিয়ে বিধায়ককে উদ্ধার৷

ঘটস্থল খেজুরি৷ ঘটনার সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর থেকেই৷ অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় খেজুরির বিভিন্ন এলাকায়৷ অভিযোগ, শুক্রবার খেজুরির কুঞ্জপুরে বিজেপির লাড্ডু বিলি কর্মসূচির মঞ্চ ভেঙে তৃণমূল৷ আর তাতেই ক্ষোভ আরও বাড়তে শুরু করে৷ শনিবার ফের তৃণমূল-বিজেপির সংঘর্ষের উত্তাল হয়ে ওঠে এলাকা৷ খেজুরি থানা পুলিশের গাড়ি চলে ভাঙচুর৷ শনিবারের অশান্তি রবিবার আছড়ে পড়ে তৃণমূল বিধায়কের উপর৷ নিজের এলাকায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল৷ পরে র‌্যাফ ও কমব্যাট বাহিনী নামিয়ে বিধায়ককে উদ্ধার করে জেলা পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =