ইডির নজরে এবার রোজভ্যালির মাস্টারমাইন্ড, শুরু অভিযান

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে নয়া মোড়৷ ইডির নজরে এবার রোজভ্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গোবিন্দ আগরওয়াল৷ আজ সকালে রোজভ্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি ও একাধিক দপ্তরে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷ তপসিয়া থেকে লেক গার্ডেন ও বালিগঞ্জে দফায় দফায় তল্লাশি চালানো হয়৷ অভিযোগ, রোজভ্যালির টাকা গোবিন্দ আগরওয়ালের পরামর্শে বাজারে খাটানো হত৷ যদিও এর আগেও কলকাতা পুলিশ আগেও গোবিন্দ আগরওয়ালের অফিসে হানা দিয়ে

210f1cc1652ec015f27e4225475da746

ইডির নজরে এবার রোজভ্যালির মাস্টারমাইন্ড, শুরু অভিযান

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে নয়া মোড়৷ ইডির নজরে এবার রোজভ্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গোবিন্দ আগরওয়াল৷ আজ সকালে রোজভ্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি ও একাধিক দপ্তরে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷ তপসিয়া থেকে লেক গার্ডেন ও বালিগঞ্জে দফায় দফায় তল্লাশি চালানো হয়৷ অভিযোগ, রোজভ্যালির টাকা গোবিন্দ আগরওয়ালের পরামর্শে বাজারে খাটানো হত৷ যদিও এর আগেও কলকাতা পুলিশ আগেও গোবিন্দ আগরওয়ালের অফিসে হানা দিয়ে ১ কোটি টাকা উদ্ধার করেছিল৷

গোবিন্দ আগারওয়ালের অফিসে তল্লাশি অভিযানে একটি ল্যাপটপ আগেই বাজেয়াপ্ত করা হয়৷ সূত্রে খবর, সেই ল্যাপটপে ম্যাডাম রোজভ্যালি নামক একটি ফোল্ডার পাওয়া যায়৷ সেখান থেকেই মনোজ কুমার সংক্রান্ত একাধিক  তথ্য হাতে আসে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে৷ সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় মনোজকে৷

আজ, বুধবার সেই চাটার্ড অ্যাকাউন্টেন্ট গোবিন্দ আগারওয়ালের ট্যাংরার বাড়িতে গিয়েও তল্লাশি চালায় ইডি৷ প্রাথমিক তদন্তে ইডির আধিকারিকরা মনে করছেন, এই চার্টার্ড আকাউন্টেন্টের সংস্থার মধ্যে রোজভ্যালির টাকা বাজারে ছড়িয়ে দেওয়া হত৷ এর সঙ্গে কোন প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *