বাংলার নির্বাচনী যুদ্ধে শক্ত ‘হাতে’ ফের উড়বে লাল ঝাণ্ডা

কলকাতা: লোকসভা নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে ফের জোটের পথেই হাঁটতে চলেছে বাম-কংগ্রে৷ বিজেপির উত্থানকে মাথায় রেখে এবার যৌথভাবে ময়দানে নামার সিদ্ধান্ত বাম-কংগ্রেস নেতৃত্বে৷ ৩টি উপ-নির্বাচনের লড়াই ইতিমধ্যেই সিপিএমের সঙ্গে হাত মেলাতে কংগ্রেসের হাইকমান্ড সবুজ সংকেত দিয়েছে৷ সোনিয়া গান্ধীও চান, সিপিএমের সঙ্গে লড়াই করুক কংগ্রেস৷ জানা গিয়েছে, কালিয়াচকের প্রার্থী দেবে সিপিএম৷ তিন বিধানসভা উপনির্বাচনের মধ্যে কালিয়াগঞ্জ

বাংলার নির্বাচনী যুদ্ধে শক্ত ‘হাতে’ ফের উড়বে লাল ঝাণ্ডা

কলকাতা: লোকসভা নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে ফের জোটের পথেই হাঁটতে চলেছে বাম-কংগ্রে৷ বিজেপির উত্থানকে মাথায় রেখে এবার যৌথভাবে ময়দানে নামার সিদ্ধান্ত বাম-কংগ্রেস নেতৃত্বে৷ ৩টি উপ-নির্বাচনের লড়াই ইতিমধ্যেই সিপিএমের সঙ্গে হাত মেলাতে কংগ্রেসের হাইকমান্ড সবুজ সংকেত দিয়েছে৷ সোনিয়া গান্ধীও চান, সিপিএমের সঙ্গে লড়াই করুক কংগ্রেস৷

জানা গিয়েছে, কালিয়াচকের প্রার্থী দেবে সিপিএম৷ তিন বিধানসভা উপনির্বাচনের মধ্যে কালিয়াগঞ্জ ও খড়্গপুরে প্রার্থী দেবে কংগ্রেস৷ জোটের বিষয়ে ইতিমধ্যেই বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড় দিয়েছে বলে খবর৷ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা হতে পারে৷

এবারের লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোট না হওয়ায় ভোটব্যাংক হারিয়েছে উভয় শিবির৷ এবার হারানো ভোটব্যাংক ধরে রাখতে নতুন উদ্যোগে মাঠে নামছে বাম-কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =