প্রথম ভোটারের নিরিখে দেশের শীর্ষে বাংলা, জনবিস্ফোরণের ইঙ্গিত?

কলকাতা: এ রাজ্যে প্রথম ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটারের সংখ্যা ২০ লাখেরও বেশি। সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে আছে উত্তর প্রদেশ। সেখানে নতুন ভোটারের সংখ্যা ১৬.৭ লক্ষ। আর মধ্যপ্রদেশ আছে তিন নম্বরে। নতুন ভোটারের সংখ্যা ১৩.৬ লক্ষ৷ তথ্য বলছে, এবার নতুন তালিকায় রাজ্যে ভোটার সংখ্যা

67344db5d531229bd0890cf00e00ae5a

প্রথম ভোটারের নিরিখে দেশের শীর্ষে বাংলা, জনবিস্ফোরণের ইঙ্গিত?

কলকাতা: এ রাজ্যে প্রথম ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটারের সংখ্যা ২০ লাখেরও বেশি। সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে আছে উত্তর প্রদেশ। সেখানে নতুন ভোটারের সংখ্যা ১৬.৭ লক্ষ। আর মধ্যপ্রদেশ আছে তিন নম্বরে। নতুন ভোটারের সংখ্যা ১৩.৬ লক্ষ৷

তথ্য বলছে, এবার নতুন তালিকায় রাজ্যে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮৷ গতবারের তুলনায় যা অনেক বেশি৷ চলতি বছরে নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ কোটি ৫৭ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন পুরুষ ও ৩ কোটি ৩৯ লক্ষ ৭৫ হাজার ৯৭৯ জন মহিলা৷ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৪২৬ জন৷ পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় ২.৫১ শতাংশ ভোটার বেড়েছে। যা অন্য বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। এবার তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। আগে এক হাজার পুরুষ অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৪৩। এবার তা বেড়ে হয়েছে ৯৪৯। ১৮ বছর বয়সি ভোটারের সংখ্যাও এবার ২.৯৬ শতাংশ বেড়েছে। নতুন এই তালিকা প্রকাশ্যে আসতে ‘জনবিস্ফোরণে’র ইঙ্গিত পাচ্ছে রাজ্যে পর্যবেক্ষক মহলের একাংশ৷

এবার সব মিলিয়ে গোটা দেশে প্রায় সাড়ে আট কোটি মানুষ প্রথমবার ভোট দেবেন। তার মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়স এমন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। অর্থাৎ আগামী পাঁচ বছর দেশের শাসনভার কোন দলের হাতে থাকবে তা ঠিক করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন এই নতুন ভোটাররা। মধ্যপ্রদেশের পর রাজস্থান মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে প্রথম ভোটারের সংখ্যা বেশি। এবার দিল্লিতে প্রথমবার ভোট দেবেন প্রায় ৯৭ হাজার ভোটার।

ভোটের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটারের সংখ্যা ৯০ কোটি। এই সংখ্যাটা ২০১৪ সালের তুলনায় প্রায় ৮ কোটি বেশি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় ১.৬৬ শতাংশ৷ এদিকে এ বছর রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজার ৫২৫।

নির্বাচন কমিশন জানিয়েছে বিশ্বের অনান্য দেশগুলিতে থাকা ভারতীয়রা ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ সংক্রান্ত আইনে বদল এসেছে। এ বছর এ ধরনের ভোটারের সংখ্যা ৭১ হাজার ৭৩৫ জন। দেশে মোট ১ কোটি ৩৫ লাখ ৯১৮টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে। গতবার ভোট কেন্দ্রের এক কোটির কাছাকাছি। ভোট ঘোষণা হওয়ার পরেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ ভোট এলো। গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে। আমি আশা করি এবার রেকর্ড পরিমাণ ভোট পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *