ফের বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধাতে সওয়াল কংগ্রেসে

কলকাতা: বামেদের সঙ্গে অবিলম্বে জোট প্রক্রিয়া শুরুর পক্ষে সওয়াল করলেন রাজ্যের কংগ্রেস নেতারা৷ জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নিজেও জোটের হয়ে সওয়াল করেন৷ রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ, রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য প্রমুখের উপস্থিতিতে সব জেলা সভাপতি জোটের প্রশ্নে সহমত পোষণ করেছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের দাবি, বৈঠকে ২৬টি সাংগঠনিক

ফের বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধাতে সওয়াল কংগ্রেসে

কলকাতা: বামেদের সঙ্গে অবিলম্বে জোট প্রক্রিয়া শুরুর পক্ষে সওয়াল করলেন রাজ্যের কংগ্রেস নেতারা৷ জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নিজেও জোটের হয়ে সওয়াল করেন৷ রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ, রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য প্রমুখের উপস্থিতিতে সব জেলা সভাপতি জোটের প্রশ্নে সহমত পোষণ করেছেন৷

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের দাবি, বৈঠকে ২৬টি সাংগঠনিক জেলার ২৪ জন হাজির ছিলেন৷ ওই বৈঠকে বামেদের সঙ্গে জোটের বিষয়টি তুলে ধরা হয়৷ এই প্রসঙ্গে  তিনি বলেন, গত লোকসভা ভোটে দলের অনেকেই চেয়েছিলেন একা লড়াই করে দলের শক্তি যাচাই করতে৷ কিন্তু ভোটে দুটি আসন জিতলেও কংগ্রেসের ভোট কমে প্রায় পাঁচ শতাংশে নেমে গিয়েছে৷ তার প্রেক্ষিতে জেলা নেতাদের অভিমত, পরবর্তী বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই দুই শিবিরের মধ্যে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =