৪২ লোকসভা কেন্দ্রে ৮৪ জনসভা মমতার, নজরে উত্তরে

কলকাতা: প্রতিটি লোকসভা কেন্দ্রে দু’টি করে জনসভা করার লক্ষ্য নিয়েই প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ৪২টি লোকসভা কেন্দ্রে মমতার টার্গেট কমপক্ষে ৮৪টি জনসভা। তৃণমূল সূত্রের খবর, আগামী এপ্রিল মাসের গোড়ায় উত্তরবঙ্গের দু’টি আসন আলিপুরদুয়ার ও কোচবিহারে দলীয় প্রার্থী যথাক্রমে দশরথ তিরকে এবং পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেবেন তাঁদের সুপ্রিমো। রাজনৈতিক মহলের

৪২ লোকসভা কেন্দ্রে ৮৪ জনসভা মমতার, নজরে উত্তরে

কলকাতা: প্রতিটি লোকসভা কেন্দ্রে দু’টি করে জনসভা করার লক্ষ্য নিয়েই প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ৪২টি লোকসভা কেন্দ্রে মমতার টার্গেট কমপক্ষে ৮৪টি জনসভা।

তৃণমূল সূত্রের খবর, আগামী এপ্রিল মাসের গোড়ায় উত্তরবঙ্গের দু’টি আসন আলিপুরদুয়ার ও কোচবিহারে দলীয় প্রার্থী যথাক্রমে দশরথ তিরকে এবং পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেবেন তাঁদের সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সুপ্রিমো নামার পরই পুরোমাত্রায় তেতে উঠবে রাজ্যের ভোটের আসর।

জোড়াফুল শিবিরের এই মেগাস্টার ক্যাম্পেনারকে দিয়ে সভা করাতে একদিকে যেমন রাজ্যের প্রতিটি জেলা থেকে অসংখ্য আর্জি জমা পড়ছে কালীঘাটে, তেমনই আবার সর্বভারতীয় জোট রাজনীতির অন্যতম মুখ মমতার কাছে প্রচারসভায় অংশ নেওয়ার আবেদন এসেছে অসম সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারত থেকেও।

রোড শো এবং পদযাত্রা করার আবেদনও জানিয়েছেন অনেকে। তৃণমূল সুপ্রিমোর নিজের কথায়— সাতদফায় ভোট ঘোষণায় যে বা যারা ভেবেছিল, আমাকে আটকে রাখা যাবে, তারা ভুল ভাবছে। বরং এটা তাদের কাছে ব্যুমেরাং হবে। মমতা বলেন, হেসেখেলে নির্বাচনটা করব। ধাপে ধাপে নির্বাচন হওয়ায়, রাজ্যের সব ক’টা আসন ছুঁতে পারব। দু’মাস সময় পাব। খাটনি কম হবে, চাপটা কম থাকবে। এর মাঝে অসম সহ উত্তর-পূর্ব ভারত, ঝাড়খণ্ড এবং আরও কয়েকটা জায়গায় প্রচারে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 8 =