রাজীব সন্ধানে ছ’টি দলে সিবিআই হানা, বাড়ি-রিসর্টে অভিযান

কলকাতা: ‘নিখোঁজ’ রাজীব কুমারের সন্ধানে ফের অভিযান শুরু করল সিবিআই৷ সিবিআইয়ের ছ’টি তদন্তকারী দল রাজিব কুমারের বাড়ি-সহ দক্ষিণ ২৪ পরগনার একটি বিলাসবহুল রিসর্ট-সহ শহরের বিভিন্ন হোটেলে সিবিআইয়ের অভিযান৷ জানা গিয়েছে, আজ দুপুরে ফের পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই একটি দল৷ প্রায় এক ঘণ্টা পর সেখানে থেকে বেরিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা৷ একই সঙ্গে সিবিআইয়ের আরও

3fc36af29cdf927efd6918e6e3661292

রাজীব সন্ধানে ছ’টি দলে সিবিআই হানা, বাড়ি-রিসর্টে অভিযান

কলকাতা: ‘নিখোঁজ’ রাজীব কুমারের সন্ধানে ফের অভিযান শুরু করল সিবিআই৷ সিবিআইয়ের ছ’টি তদন্তকারী দল রাজিব কুমারের বাড়ি-সহ দক্ষিণ ২৪ পরগনার একটি বিলাসবহুল রিসর্ট-সহ শহরের বিভিন্ন হোটেলে সিবিআইয়ের অভিযান৷

জানা গিয়েছে, আজ দুপুরে ফের পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই একটি দল৷ প্রায় এক ঘণ্টা পর সেখানে থেকে বেরিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা৷ একই সঙ্গে সিবিআইয়ের আরও একটি দল দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরের একটি রিসর্টে হানা দেয়৷ রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে হানা দেন তাঁরা৷ ওই গেস্ট হাউসের আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা৷

গতকাল রাতেও দফায় দফায় বিভিন্ন জায়গায় অভিযানে নামে সিবিআই৷ শুক্রবার দুপুর থেকে ফের রাজীব সন্ধানে অভিযান শুরু করেছে সিবিআইয়ের বিশেষ দল৷ বৃহস্পতিবারও টানা তিনটি জায়গায় অভিযান করে সিবিআইয়ের প্রতিনিধিদল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ৪ জনের সিবিআইয়ের একটি প্রতিনিধিদল রাজীব কুমারের সন্ধানে আলিপুরের আইপিএস কোয়ার্টারে তল্লাসি অভিযানে নামেন৷ কোয়ার্টারের মধ্যে ঢুকে শুরু হয় তল্লাশি অভিযান৷ সেখানে থেকে চলে যান ভিভান্তা বিলাসবহুল হোটেল৷ সেখানে বেশ কিছুক্ষণ ধরে হোটেলের আধিকারিকদের জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ হোটেলের রান্না ঘরের পথ ধরে তাঁরা প্রবেশ করেন৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি৷ গোটা ঘটনায় চূড়ান্ত সহযোগিতা করেন হোটেল কর্মীরা৷ পরে, আধঘণ্টা পর সেখান থেকে বেড়িয়ে যান আধিকারকা৷

বুধবার রাতেই রাতভর শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাসি অভিযান করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ রাতভর তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন৷ সেই বৈঠক শেষ হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি আলিপুরে আইপিএসদের সরকারি কোয়ার্টারে হাজির হয়ে যান সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল৷ সূত্রের খবর, রাজীব কুমারের সন্ধানে ওই দিন দুপুর দু’টো নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা অভিযান শুরু করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *