রাজনীতিতে প্রেম-পরকিয়া চলে না, শোভন-বৈশাখীকে খোঁচা

বর্ধমান: ফের শোভন-বৈশাখীকে বিঁধে দেবশ্রী রায়কে দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ দেবশ্রীকে দলে ফেরাতে প্রয়োজনে শোভন-বৈশাখীকে বাদ দেওয়ার পরামর্শ এই বিজেপি নেতার৷ শুধু দল থেকে বাদ দেওয়ায় নয়, পরকিয়া’র প্রসঙ্গে তুলে অধ্যপিকাকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি এই বিজেপি নেতা৷ বর্ধমানের বিজেপির একটি জনসভা থেকে জয় বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য, ‘‘বৈশাখী রাজনীতিতে অনভিজ্ঞ৷

রাজনীতিতে প্রেম-পরকিয়া চলে না, শোভন-বৈশাখীকে খোঁচা

বর্ধমান: ফের শোভন-বৈশাখীকে বিঁধে দেবশ্রী রায়কে দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ দেবশ্রীকে দলে ফেরাতে প্রয়োজনে শোভন-বৈশাখীকে বাদ দেওয়ার পরামর্শ এই বিজেপি নেতার৷ শুধু দল থেকে বাদ দেওয়ায় নয়, পরকিয়া’র প্রসঙ্গে তুলে অধ্যপিকাকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি এই বিজেপি নেতা৷

বর্ধমানের বিজেপির একটি জনসভা থেকে জয় বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য, ‘‘বৈশাখী রাজনীতিতে অনভিজ্ঞ৷ নিজের স্বামীকে ফেলে অন্যের স্বামীকে নিয়ে ঘুরছেন৷ রাজনীতিতে পরকিয়া চলে না৷ সমাজ ভাল চোখে দেখে না৷’’
দেবশ্রীকে দলে ফেরাতে বিজেপি নেতার মন্তব্য, ‘‘আজ শোভন-বৈশাখীর জন্য দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া যাচ্ছে না৷ আমার মনে হয়, দেবশ্রীকে দলে ফেরাতে যদি ওই দু’জনের বাদ দিতে হয়, তাহলে তা করা হোক৷’’

তাঁর আরও দাবি, ‘‘বৈশাখী রাজনীতিতে অনভিজ্ঞ৷ বৈশাখীকে বাদ দিলে যদি শোভনবাবুকে হারাতে হয়, তা হোক৷ কারণ, রাজনীতির সঙ্গে পরকিয়া এক করলে চলবে না৷ তিনি নিজের স্বামী থাকে ফেলে রেখে অন্যের স্বামীকে নিয়ে ঘুরছেন৷ এই ঘটনা বাংলার মানুষ কিছুতেই মেনে নেবে না৷’’

বিজেপি নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত শোভন-বৈশাখীর কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এঅ নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =