পাক মদতে গোরু পাচারকারীদের মাধ্যমে দেশে ঢুকছে জাল-নোট, তৎপর নবান্ন

কলকাতা: ভারতীয় নোট জাল করার এক বড়সড় চক্রের হদিশ মিলল বাংলাদেশের রাজধানী ঢাকায়৷ ঢাকার রামপুরা এলাকার পলাশবাগের এক বহুতল আবাসনের আটতলার একটি ফ্ল্যাটে হানা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হদিশ পায় জাল নোট তৈরির একটি কারখানার৷ উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট৷ জাল নোট তৈরির এই চক্রের সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে বলে

পাক মদতে গোরু পাচারকারীদের মাধ্যমে দেশে ঢুকছে জাল-নোট, তৎপর নবান্ন

কলকাতা: ভারতীয় নোট জাল করার এক বড়সড় চক্রের হদিশ মিলল বাংলাদেশের রাজধানী ঢাকায়৷ ঢাকার রামপুরা এলাকার পলাশবাগের এক বহুতল আবাসনের আটতলার একটি ফ্ল্যাটে হানা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হদিশ পায় জাল নোট তৈরির একটি কারখানার৷ উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট৷ জাল নোট তৈরির এই চক্রের সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে বলে নিশ্চিত তাঁরা৷

জেরায় গোয়েন্দারা জেনেছেন, যশোর, রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের ভারতীয় সীমান্তে গোরু পাচারকারী চক্রের সদস্যদের জাল নোট পাচারের কাজে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হত৷ আসন্ন ইদুজ্জোহার সময় এক কোটি টাকার জাল নোট ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশি চাঁইদের৷ জাল নোট তৈরির বাংলাদেশি চক্র নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে খোঁজখবর শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ৷

অন্যদিকে, সীমান্তে বাড়ছে গোরু পাচার৷ তা রুখতে গিয়ে বিএসএফের সঙ্গে গোরু পাচারকারীদের গুলির লড়াই ঘটেই চলেছে৷ গত কয়েকদিনে বিএসএফের সঙ্গে গোরু পাচারকারীদের লড়াইয়ে অন্তত ৫০ রাউন্ডের কাছাকাছি গুলি চলেছে৷ এই অবস্থায় রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে নজরদারি ও অভিযান চালিয়ে পাচারের বাড়বাড়ন্ত রুখতে চায় বিএসএফ৷ সেই বিষয়েই নবান্নে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করলেন বিএসএফের দক্ষিণবঙ্গের ইন্সপেক্টর জেনারেল ওয়াই বি খুরানিয়া৷ রাজ্যের কোন কোন সীমান্তে গোরু পাচারকারীদের দাপট বেশি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =