কলকাতা: ১৮ রাজ্যের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার৷ হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর চলছে সরকার দখলের লড়াই৷ ১৮ রাজ্যে উপনির্বাচনের ঝক্কি সামলে এবার বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন৷
আজ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ নভেম্বর বাংলার ৩ কেন্দ্রে উপনির্বাচন হবে৷ খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ আগামী ২৮ নভেম্বর উপনির্বাচনের ফলাফল প্রকাশ করবে কমিশন৷ আগামী ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে৷ ১১ নভেম্বর নাম প্রত্যাহারের শেষ দিন৷ ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে৷ ৩০ নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে কমিশন৷
Election Commission of India: By-elections to fill four vacancies in the state Legislative Assemblies of Uttarakhand and West Bengal to be held on 25th November, counting of votes on 28th November. pic.twitter.com/q2eIOOyZaW
— ANI (@ANI) October 25, 2019
এর আগে লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়৷ তার মধ্যে ৪টি বিধানসভায় জয়ী হয় বিজেপি৷ ফলে, বিধানসভায় বিজেপি’র সদস্য সংখ্যা তিন থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতে৷ আট কেন্দ্রের উপনির্বাচনে তিনটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল৷ একটি আসনে জয় ছিনিয়ে আনে কংগ্রেস৷ বিধায়ক পদ ছেড়ে সাংসদ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সৌজন্যে সমস্ত পদ হারান অমর সিং রাই, অপূর্ব সরকার ও কানাইয়ালাল আগরওয়াল৷ কৃষ্ণগঞ্জ, দার্জিলিঙ, হবিবপুর, ভাটপাড়া বিধানসভায় জয় ছিনিয়ে আনে বিজেপি৷ গোর্খা জনমুক্তি মোর্চার হাত থেকে দার্জিলিঙ বিধানসভা জয় পায় বিজেপি৷ তৃণমূল জয়লাভ করে উলুবেড়িয়া পূর্ব, ইসলামপুর, নওদা বিধানসভা৷ নওদার তৃণমূল বিধায়ক আবু তাহের উপনির্বাচনে জয়ী হন৷ কান্দী কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার তৃণমূলে যোগ দিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ান৷ কান্দীর উপনির্বাচনে জয়ী হয় কংগ্রেস৷ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপি’তে যোগ দেন অর্জুন সিং৷ নিজে দাঁড়ান বারাকপুর লোকসভা কেন্দ্রে৷ ছেলে পবন সিং বিজেপি’র প্রার্থী হয়ে ভোটে জেতেন৷