ক্যানিং: সোমবার রাজ্যে তিনটি প্রচারসভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। কিন্তু বারুইপুরের সভা আচমকাই বাতিল করতে হয় বিজেপিকে। যেখানে সভাটি হওয়ার কথা ছিল সেই জমির মালিক সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি। তবে প্রথম সভা ক্যানিং থেকে বক্তৃতা করেন অমিত শাহ। সেখান থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।
এদিন অমিত শাহ বলেন, বাংলায় বিজেপিকে সভা করার অনুমতি দিচ্ছেন না দিদি, বারুইপুরের সভা বাতিল করেছে প্রশাসন। কিন্তু বিজেপিকে বলতে দিন আর না দিন, বাংলার মানুষ এর জবাব দেবেই। তিনি এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতির হুঁশিয়ারি, ‘আমি কলকাতায় আসছি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন দিদি।’ এদিন তিনি ফের বাংলায় ২৩টি আসন পাওয়ার দাবি করে বলেন, ‘‘শেষ দফার আগে আপনাদের কাছে আমাদের আবেদন, দিদির শাসনকে বাংলা থেকে উৎখাত করুন৷’’
অমিত শাহ বলেন, ‘‘সিমেন্ট কিনলে, ইট কিনলে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়। আগে রাজ্যে সিন্ডিকেট ট্যাক্স লাগত। এখন ভাইপোকে ট্যাক্স দিতে হয়। ভাইপো ট্যাক্স দিতে চান আপনারা?’’ এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির সভা বাতিল হওয়ার খবর জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠা এলাকা। তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে।