কলকাতা: ষষ্ঠ দফার নির্বাচনেও এড়ান গেল না অশান্তি। ফের রক্তাক্ত হল বাংলা। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পালটা অভিযোগ বিজেপির। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে দিনভর উত্তপ্ত রইল বাঁকুড়া থেকে মেদিনীপুর৷ কিন্তু, এরপরও শান্তির ভোট বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷
রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷ ভোটগ্রহণ সামগ্রিকভাবে শান্তিত মিটেছে বলেও জানিয়ে দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে গড়ে ভোট পড়েছে ৭৯.৯৩ শতাংশ৷ বিধিভঙ্গের অভিযোগে ঘাটাল কেন্দ্রের ২ জন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ এই দফায় রাজ্যের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, তমলুক, কাঁথি এবং ঘাটাল কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে৷ বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে গড়ে ভোট পড়েছে ৭৯.৯৩ শতাংশ৷ আজ পাঁচ জায়গায় বাহিনী গুলি চালিয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন৷ কেশপুর, গোপীবল্লভপুর, সবংয়ে গুলি, বিষ্ণুপুরে ভোটের লাইলে গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷