মমতার কাছে হিসেব চাইলেই গন্ডগোল, মমতা আর মমতা থাকেন না: মুকুল

কলকাতা: আয়কর দপ্তরের বিরুদ্ধে তৃণমূলের ধর্না প্রসঙ্গে কটাক্ষ মুকুল রায়ের৷ পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের বঙ্গজননী বাহিনীর তরফে সুবোধ মল্লিক স্কয়ারে ধর্নায় বসেন তৃণমূলের প্রথম শ্রেণির নেতা-নেত্রীরা৷ তৃণমূলের সেই ধর্নাকে সরাসরি আক্রমণ করে মুকুল রায় বিস্ফোরক অভিযোগ তোলেন৷ বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেবেন৷ তবে হিসেবে দেবেন না৷ আর হিসেব চাইলে রাজ্যের

মমতার কাছে হিসেব চাইলেই গন্ডগোল, মমতা আর মমতা থাকেন না: মুকুল

কলকাতা: আয়কর দপ্তরের বিরুদ্ধে তৃণমূলের ধর্না প্রসঙ্গে কটাক্ষ মুকুল রায়ের৷ পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের বঙ্গজননী বাহিনীর তরফে সুবোধ মল্লিক স্কয়ারে ধর্নায় বসেন তৃণমূলের প্রথম শ্রেণির নেতা-নেত্রীরা৷ তৃণমূলের সেই ধর্নাকে সরাসরি আক্রমণ করে মুকুল রায় বিস্ফোরক অভিযোগ তোলেন৷

বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেবেন৷ তবে হিসেবে দেবেন না৷ আর হিসেব চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন৷ রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য বলেন, তৃণমূলের ধর্নায় কোন কোন পুজো কমিটি অংশগ্রহন করেনিষ ধর্নায় ১০০ লোক নিয়ে আসা সহজ ব্যাপার৷ তৃণমূল সেই কাজটি এদিন সুবোধ মল্লিক স্কয়ারে করেছে বলেও জানান মুকুল৷ সঙ্গে রাজ্যের শাসক দলকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগেন মুকুল রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =