ভোট দিলেই ফ্রিতে মিলবে মুড়ি-ছোলা! ডায়মণ্ডহারবারের নয়া আয়োজন

ডায়মণ্ডহারবার: চলছে শেষ দফার নির্বাচন৷ ভোটের লাইনে দাঁড়িয়ে আমজনতা৷ উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ৷ সত্যিই উৎসব চলছে ডায়মণ্ডহারবারের৷ আর উৎসব উৎসব উপলক্ষ্যে খাওয়া-দাওয়া হবে না, তা কখন হয়? আর সেই কথা মাথায় রেখে বুথের কাছেই মুড়ি-ছোলা বিলির উদ্যোগ৷ বুথ থেকে বেরিয়ে আসলেই মিলবে মুড়ি-ছোলা৷ কাঠগড়ায় সেই তৃণমূল৷ স্থানীয় নেতৃত্বের দাবি, ভোটারদের সমস্যার কথা ভেবেই এই উদ্যোগ৷

ভোট দিলেই ফ্রিতে মিলবে মুড়ি-ছোলা! ডায়মণ্ডহারবারের নয়া আয়োজন

ডায়মণ্ডহারবার: চলছে শেষ দফার নির্বাচন৷ ভোটের লাইনে দাঁড়িয়ে আমজনতা৷ উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ৷ সত্যিই উৎসব চলছে ডায়মণ্ডহারবারের৷ আর উৎসব উৎসব উপলক্ষ্যে খাওয়া-দাওয়া হবে না, তা কখন হয়? আর সেই কথা মাথায় রেখে বুথের কাছেই মুড়ি-ছোলা বিলির উদ্যোগ৷ বুথ থেকে বেরিয়ে আসলেই মিলবে মুড়ি-ছোলা৷ কাঠগড়ায় সেই তৃণমূল৷ স্থানীয় নেতৃত্বের দাবি, ভোটারদের সমস্যার কথা ভেবেই এই উদ্যোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =