পোশাক খুললেই বোঝা যাবে কে মুসলিম: বিজেপি সভাপতি

কেরালা: ‘পোশাক খুললেই বোঝা যাবে মুসলিম কি না।’ ঠিক এই মন্তব্যই করেছেন কেরালা বিজেপি’র রাজ্য সভাপতি পিএস শ্রীধরণ পিল্লাই। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কেরালার আট্টিঙ্গলে নির্বাচনী প্রচার চলাকালীন তিনি এই মন্তব্য করেন। সেখানে হাসির ছলে তার বিদ্বেষপূর্ণ মন্তব্য, একজন মুসলিম কিনা বোঝা যাবে ‘‘তার জামা কাপড় খুললে।’’ তার সরাসরি কটাক্ষ ছিল মুসলিম

ecd9292a54b8cf821d932705e370c271

পোশাক খুললেই বোঝা যাবে কে মুসলিম: বিজেপি সভাপতি

কেরালা: ‘পোশাক খুললেই বোঝা যাবে মুসলিম কি না।’ ঠিক এই মন্তব্যই করেছেন কেরালা বিজেপি’র রাজ্য সভাপতি পিএস শ্রীধরণ পিল্লাই। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কেরালার আট্টিঙ্গলে নির্বাচনী প্রচার চলাকালীন তিনি এই মন্তব্য করেন। সেখানে হাসির ছলে তার বিদ্বেষপূর্ণ মন্তব্য, একজন মুসলিম কিনা বোঝা যাবে ‘‘তার জামা কাপড় খুললে।’’ তার সরাসরি কটাক্ষ ছিল মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় রীতির দিকে।

পোশাক খুললেই বোঝা যাবে কে মুসলিম: বিজেপি সভাপতিবালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি এবং পিনারাই বিজয়নের উদ্দেশ্যে তার মন্তব্য, ‘‘এরা সবাই সেনাকে বলছে বালাকোটে কতজন মারা গেছে তাদের জাত এবং ধর্ম ইত্যাদি গুনে আসতে।’’ বালাকোটে কতজন উগ্রপন্থীর মৃত্যু হয়েছে সেই সম্পর্কে খোদ ভারতীয় বায়ু সেনা কোনও সুস্পষ্ট দাবি না করলেও পিল্লাই আড়ম্বরপূর্ণ মন্তব্য করেন সেই সম্পর্কে।

তার এই যুক্তিকে নস্যাৎ করেছে বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে শুধুমাত্র কতজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। পিল্লাই-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কেরালার বাম এবং কংগ্রেস নেতৃত্ব। সিপিআই (এম)’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ জানানো হয়েছে পিল্লাই-এর বিরুদ্ধে। আট্টিঙ্গল লোকসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী এ সম্পথের দায়িত্বে থাকা ভিএস শিবনকুট্টি ভারতীয় দণ্ডবিধির ১৫৩ক ধারা লংঘনের অভিযোগ এনেছেন পিল্লাই-এর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *