বারাসত: রিগিং করতে আসলে গুলি করে মারা হবে। রবিবার বসিরহাটে এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ করে এই ভাষাতেই খুনের হুমকি দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কও শুরু হয়েছে। শাসকদল তথা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য বিজেপি প্রার্থীর এই হুমকিকে আমল দিতে নারাজ। প্রতিক্রিয়ায় সায়ন্তন বসুকে বাচ্চা ছেলে বলে তাঁর হুমকিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন বসিরহাট জেলা হাসপাতালে জখম এক দলীয় কর্মীকে দেখতে এসেছিলেন সায়ন্তন বসু। তাঁকে দেখে বের হওয়ার পর হাসপাতাল চত্বরেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সন্দেশখালির একজন কার্যকর্তা অনিল মিস্ত্রি দেওয়াল লিখছিলেন। তৃণমূলের গুণ্ডা মাফিয়ারা এসে মারধর করে। দু’জন হাসপাতালে ভর্তি ছিলেন। আমি একটা কথা বলছি, একটাও মশাও কোনও বুথে ঢুকে রিগিং করতে পারবে না এবার। মশা মারতে যদি কামান দাগতে হয় কামান দাগব। যা বোঝার বুঝে নিন। যত তাড়াতাড়ি সম্ভব এখানে বিএসএফ ঢুকবে। যত গুণ্ডা মস্তান আছে হয় পালিয়ে যাবে, নয় তো জেলে যাবে। আর রিগিং করতে আসলে গুলি করে মারা হবে।