সিবিআই ডাকলে অবশ্যই যাব, নারদ অস্বস্তিতে জবাব মুকুলের

কলকাতা: নারদকাণ্ডে আইপিএস মির্জা গ্রেপ্তার হতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল রায়ের৷ আজ সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু দলীয় কর্মসূচির জেরে ব্যস্ততা থাকার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়েছেন মুকুল রায়৷ পাল্টা সিবিআই ধরিয়েছে দ্বিতীয় নোটিশ! এবার এই পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল

সিবিআই ডাকলে অবশ্যই যাব, নারদ অস্বস্তিতে জবাব মুকুলের

কলকাতা: নারদকাণ্ডে আইপিএস মির্জা গ্রেপ্তার হতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল রায়ের৷ আজ সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু দলীয় কর্মসূচির জেরে ব্যস্ততা থাকার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়েছেন মুকুল রায়৷ পাল্টা সিবিআই ধরিয়েছে দ্বিতীয় নোটিশ! এবার এই পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়৷

নারদকাণ্ডে সিবিআইকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ বলেন, দলের কাজে ব্যস্ত থাকায় আমি আজ সিবিআই মুখোমুখি হতে পারেনি৷ তবে আমি সিবিআয়ের মুখোমুখি হতে প্রস্তুত৷ বিজেপি সূত্রে খবর, আগামিকাল শনিবার বিজেপির কার্যনির্বাহী সভাপতি ডেপি নাড্ডার তর্পণ কর্মসূচি রয়েছে৷ এরপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক রয়েছে৷ সেই বৈঠক পর্ব মিটিয়ে খুব সম্ভবত বিকেল তিনটে নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেন বিজেপি নেতা মুকুল রায়৷

আজ শুক্রবার নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই মুকুল রায়কে কলব করে৷ তবে মুকুল সেই তলব এড়িয়ে যান৷ প্রতিনিধি পাঠিয়ে কিছুটা সময় চেয়ে নেওয়ার প্রার্থনা করা হয়৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে পাল্টা নোটিশ ধরানো হয়৷ শনিবার হাজিরার জন্য নির্দেশ পাঠানো হয়৷ সেই প্রসঙ্গে মুকুল রায় জানান, আমি সিবিআয়ের কাছে নিশ্চয়ই যাব৷ তবে তবে সিবিআই ডাকলে তিনি কবে যাবেন, সে বিষয়ে কিছুই জানাননি মুকুল রায়৷

অন্যদিকে নারদকাণ্ডে আইপিএস মির্জাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই৷ আগামী সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন মির্জা৷ ফলে সেই সূত্রে মুকুল রায়কে তড়িঘড়ি ডেকে পাঠিয়ে আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করতে পারে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *