তৃণমূলের ফলাফল খারাপ হলেই সরানো হবে বড় মথাদের

দক্ষিণ ২৪ পরগনা: বারবার বোঝানো ও সতর্ক করার পরও জেলার বিভিন্ন প্রান্তে দলীয় পদাধিকারীরা গোষ্ঠী কোন্দল মিটিয়ে জোটবদ্ধ না হওয়ায়, এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। ঠিক হয়েছে, ভোট গণনার পর যে যে অংশে খারাপ ফল হবে, সংশ্লিষ্ট বুথ, অঞ্চল ও ব্লকের নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে যে এলাকায় ভালো ফল

তৃণমূলের ফলাফল খারাপ হলেই সরানো হবে বড় মথাদের

দক্ষিণ ২৪ পরগনা: বারবার বোঝানো ও সতর্ক করার পরও জেলার বিভিন্ন প্রান্তে দলীয় পদাধিকারীরা গোষ্ঠী কোন্দল মিটিয়ে জোটবদ্ধ না হওয়ায়, এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

ঠিক হয়েছে, ভোট গণনার পর যে যে অংশে খারাপ ফল হবে, সংশ্লিষ্ট বুথ, অঞ্চল ও ব্লকের নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে যে এলাকায় ভালো ফল হবে, সেখানকার পদাধিকারীদের সম্মানজনক পদে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন জায়গায় কর্মিসভা করে এই বার্তাই দিতে চাইছে জেলা নেতৃত্ব। অর্থাৎ দলে অলিখিত প্রোমোশন-ডিমোশন নীতি চালু করতে চলেছে দল।

এর প্রথম পদক্ষেপ হিসেবে জয়নগর বিধানসভা কেন্দ্রে কর্মিসভা ডেকে এই বার্তা শুনিয়েছে জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর, কুলতলি, জয়নগর, ক্যানিং-১, ক্যানিং-২, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, মন্দিরবাজার, কুলপি, ডায়মন্ডহারবার, ফলতা, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ—সব জায়গাতেই শাসকদলের অন্দরে কমবেশি কোন্দল রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভাঙড়, সোনারপুর দক্ষিণ, জয়নগর, কুলতলি, বাসন্তী এবং ক্যানিং ১-এ। ইতিমধ্যেই দলের রাজ্য ও জেলা নেতৃত্ব সব জায়গায় গিয়ে বিবদমান শিবিরকে এক জায়গায় এনে ভোট প্রচারে নামার নির্দেশ দিয়েছে। কিন্তু ওই নির্দেশ নামেই, বাস্তবে তার প্রতিফলন পড়ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =