আঙুলের ছাপ না মিললে বন্ধ হতে পারে রেশন! বাড়ছে আশঙ্কা

কলকাতা: আঙুলের ছাপ মিললে তবেই মিলবে রেশন৷ কেন্দ্রের নয়া ফরমানে অনিশ্চিত হতে বসেছে গরীবের ২ টাকা কেজি চাল৷ মুখে বলা হচ্ছে, রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে আধার কার্ড৷ আর এই সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হলে আঙুলের ছাপ দিলে তবেই পাওয়া যাবে রেশন৷ ডিসেম্বর মাসের মধ্যে আধার সংযুক্তিকরণের সময়সীমা চূড়ান্ত করে দিয়েছে কেন্দ্র৷ এমনিতেই দু’টাকা কেজি

আঙুলের ছাপ না মিললে বন্ধ হতে পারে রেশন! বাড়ছে আশঙ্কা

কলকাতা: আঙুলের ছাপ মিললে তবেই মিলবে রেশন৷ কেন্দ্রের নয়া ফরমানে অনিশ্চিত হতে বসেছে গরীবের ২ টাকা কেজি চাল৷

মুখে বলা হচ্ছে, রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে আধার কার্ড৷ আর এই সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হলে আঙুলের ছাপ দিলে তবেই পাওয়া যাবে রেশন৷ ডিসেম্বর মাসের মধ্যে আধার সংযুক্তিকরণের সময়সীমা চূড়ান্ত করে দিয়েছে কেন্দ্র৷ এমনিতেই দু’টাকা কেজি দরে চাল নিয়ে অভিযোগের শেষ নেই৷ যাদের পাওয়ার কথা সেই মানুষকে বঞ্চিত হয়ে রেশন থেকে ১৩ টাকা কেজি দরে চাল কিনতে হচ্ছে তাঁদের৷ অভিযোগের গুরুত্ব বুঝে ফের নতুন করে এক দফায় ফরম ফিলাপ শেষ হয়েছে৷ আবার ৫ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের ফরম ফিলাপ শুরু হবে৷

ফ্রম পূরর্ণ হলেও ভবিষ্যতে রেশন পেতে হলে মিলতে হবে আঙুলের ছাপ৷ প্রতিবার রেশন তোলার সময় দোকানে গিয়ে আঙুলের ছাপ মিললেই পাওয়া যাবে প্রাপ্য রেশন৷ কিন্তু আঙুলের ছাপ না মিললে পাওয়া যাবে না রেশন৷ রাজ্যে এখন রেশন দোকানে ই-পাস মেশিন বসানোর কাজ প্রায় শেষ৷ এখন থেকে ওই মেশিনের মাধ্যমে সংযুক্ত করতে হবে আধার কার্ড৷ রেশন গ্রাহকদের পরিবারের সব সদস্যকে তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নিয়ে দিতে হবে রেশন দোকানে৷

প্রথম পর্যায়ে আধার কার্ডের নম্বর দিয়ে আধার সিডিং করাতে হবে৷ তারপর পর্যায়ক্রমে আঙুলের ছাপ দিলে আধার অথেন্টিকেশন করাতে হবে৷ এরপর থেকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ মিললে ওই পরিবার বা ব্যক্তির প্রাপ্য চাল গম আটা দেওয়া হবে৷ ওই মেশিন থেকে দামের রশিদ বেরিয়ে আসবে৷ সেই কাগজ বের হবে তখনই যখন আঙুলের ছাপ মিলবে৷ না মিললে কোনও ভাবেই রেশন সামগ্রী পাওয়া যাবে না বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *