বেঙ্গালুরু: পরিস্থিতিই তাঁকে বাণপ্রস্থ থেকে আবার রাজনীতিতে ফিরিয়ে এনেছে। কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না। বরং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে, তাঁর পাশে থেকে নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে কথা বলতে চান।
শুক্রবার এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন অশীতিপর কন্নড় রাজনীতিক প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। কর্ণাটকের তুমকুর কেন্দ্র থেকে এবার জেডিএসের প্রার্থী হয়েছেন ৮৫ বছর বয়সি এই রাজনীতিক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জি এস বাসবরাজকে। শুক্রবার সংবাদ সংস্থাকে দেবেগৌড়া জানিয়েছেন, ‘তিন বছর আগে আমি ভোটে লড়ব না বলে ঘোষণা করেছিলাম। পরিস্থিতিই আবার আমাকে ভোটে লড়তে বাধ্য করেছে। আমার কিছুই লুকোবার নেই। আমার আর কোনও উচ্চাশা নেই। আমি সব সময়েই বলে থাকি, সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই।’
সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন, বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে দেবেগৌড়া আবার প্রধানমন্ত্রী হতে পারেন। সেই নিয়ে দেবেগৌড়া বলেন, ‘এই নিয়ে আমি বিচলিত নই। আমার চিন্তা নরেন্দ্র মোদির আবার সংসদে ফিরে আসা নিয়ে। প্রধানমন্ত্রীর মুখের উপর এই কথা বলার সাহস এবং ক্ষমতা আমার আছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে, আমি তাঁর দিকে থাকতে চাই। এরজন্য প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন পড়ে না।’