কলকাতা: ফের রাজভবন-তৃণমূল সংঘাতে নতুন করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি৷ রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্যের পাল্টা মন্তব্য জুড়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তুঙ্গে ‘বুলেট’ রাজনীতি৷
বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডের পর উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে প্রয়োজন হলে বুকে বুলেট নেব, কিন্তু অন্যায় মেনে নিতে পারব না৷ রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আপনাকে বুকে বুলেট বুকে নিতে হবে না৷ দয়া করে দেখবেন তিনি যেন কারও দিকে গুলি না চালান৷
রাজ্যপাল ও তৃণমূল মহাসচিবের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয়কে হেনস্তার প্রসঙ্গে রাজ্যপাল জানিয়েছিলেন, উপাচার্য, সহ-উপাচার্যদের বলেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনতে প্রয়োজনে পুরনোদের সঙ্গে কথা বলুন৷ আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও বলব, তাঁদের একই কথা বলব৷ আমি মনে করি, শিক্ষার মান উন্নয়নে কীভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায়, তা জন্য আমি সক্রিয় ভূমিকা পালন করব৷ প্রয়োজনে বুকে বুলেট নিয়ে রুখে দাঁড়াব৷এর পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া বিতর্ক৷