কলকাতা: শোভন চট্টোপাধ্যায় দল থেকে চলে গেলেও কোনও ক্ষতি হবে না৷ আমি চলে গেলেও কোন ক্ষতি হবে না৷ বিধানসভার বিএ কমিটির সর্বদলীয় বৈঠক শেষে এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
শোভন চট্টোপাধ্যায় সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘বিষয়গুলি আমরা অধ্যক্ষের কাছে চিঠি দেব৷ পাশাপাশি দলের মধ্যে আলোচনা হবে৷ তারপর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে৷’’
কোনও কারণ ছাড়াই এই ধরনের মন্তব্য বাংলার রাজনীতিতে তৈরি করেছে জল্পনা৷ প্রশ্ন উঠছে, তবে কি শোভন চট্টোপাধ্যায়ের পর জোড়া ফুল ছাড়তে পারেন পার্থ?
যদিও এই নিয়ে বক্তব্যের গতিপ্রকৃতি উল্টো দিকে গড়াতে পারে এমনটা আশঙ্কা করেই সঙ্গে সঙ্গে মন্তব্য পরিবর্তন করে নেন শিক্ষামন্ত্রী৷ মমতা বন্দোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি যতদিন থাকবেন আশেপাশের লতাপাতা জড়িয়ে জড়িয়ে ধরবেন৷ ছেড়ে চলে যাবেন না৷ আর যাঁরা ছেড়ে গিয়েছে, তাঁরা সোজা হয়ে দাঁড়াতে পারবেন না৷ কেউ এখনও পর্যন্ত পারেনি৷ সবাইকেই কোনও না কোনও ভাবে ফিরে আসতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷