ফের সেনার কনভয়ে IED বিস্ফোরণ, ১৫ জওয়ানের মৃত্যু!

মহারাষ্ট্র: ভোটের আগে ফের নাশকতা৷ সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ৷ ভোটের আগে এলাকায় টহলরত সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়৷ ওই গাড়িতে ছিলেন ৩৬ জন জওয়ান৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত চার জওয়ান শহিদ হয়েছেন বলে খবর৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার ঘটনা৷ গোটা ঘটনার পিছনে মাওবাদীদের হাত থাকতে

ফের সেনার কনভয়ে IED বিস্ফোরণ, ১৫ জওয়ানের মৃত্যু!

মহারাষ্ট্র: ভোটের আগে ফের নাশকতা৷ সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ৷ ভোটের আগে এলাকায় টহলরত সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়৷ ওই গাড়িতে ছিলেন ৩৬ জন জওয়ান৷

বিস্ফোরণে এখনও পর্যন্ত চার জওয়ান শহিদ হয়েছেন বলে খবর৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ মহারাষ্ট্রের  গড়চিরৌলি জেলার ঘটনা৷ গোটা ঘটনার পিছনে মাওবাদীদের হাত থাকতে পারে বলে আশঙ্কা৷ ঘটনায় ১০জওয়ান গুরুতর ভাবে জখম হয়েছেন৷ বিস্ফোরণে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি৷ তবে, বিস্ফোরণ ঘিটিয়ে খান্ত থাকেনি মাওবাদীরা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণের পর মাও ও নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে গুলির লড়াই৷ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল বাহিনী৷ চলছে আহত জওয়ানদের উদ্ধার কাজ৷

বুধবার এই হামলার নিন্দা জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ পাঁচলার জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘‘আজ ফের নকশালরা হামলা চালিয়েছে৷ শহিদ ও জখম জওয়ানদের পাশে আমরা আছি৷’’

বুধবারই সকালে গডচিরোলিতে কুরুখেদায় একটি গাড়ি ও ২৭টি মেশিন জ্বালিয়ে দেয় মাওবাদীরা। এর আগে গত ১০ এপ্রিল মহারাষ্ট্রে মাওবাদী আক্রমণের মুখে পড়েন ভোটকর্মীরা। রাজ্যের গডচিরোলি জেলায় ভোটকর্মীদের লক্ষ্যে করে আইইডি বিস্ফোরণের ঘটানো হয়৷ এতে এক সিআরপিএফ জওয়ান জখম হন। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগেই ঘটে হামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =