কলকাতা: সাংবাদিক বৈঠক করে এবার রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির রিপোর্ট ফাঁস করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুকুল রায়৷ শুধু ফাঁস করাই নয়, তোলেন চাঞ্চল্যকর অভিযোগ৷
মুকুল রায়ের অভিযোগ, বিজয়বর্গীয়, দিলীপ, রাহুল, রূপা, লকেট-সহ বঙ্গ বিজেপির ২০ জন নেতার বিরুদ্ধে চক্রান্ত করছে রাজ্য সরকার৷ এই মর্মে আইবি থেকে একটি বার্তা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলার এসপিদের কাছে৷ সেই বার্তার প্রতিলিপি দেখিয়ে মুকুল রায়ের অভিযোগ, ২০ জন বিজেরির শীর্ষ নেতার গতিবিধি আইবি চেয়ে পাঠিয়েছে৷ ওই সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানোর জন্যই রাজ্য গোয়েন্দা সংস্থার তৎপরতা শুরু করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি৷ কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্যের মতো নেতাদের নাম ওই তালিকায় রয়েছে বলেও দাবি করেন মুকুল রায়৷