বসিরহাট: ন্যাজাটকাণ্ডে তদন্ত করতে গিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আইবির আধিকারিকরা৷ অভিযোগ, আইবির গোয়েন্দাদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়৷ বিজেপির অভিযোগ, আইবির আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নাম করে এলাকায় তদন্ত করতে চাইছিল৷ তাই তারা এই আধিকারদের ঘিরে বিক্ষোভ দেখান৷ অধিকারিরকা জানিয়েছেন, তাঁরা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এই ঘটনার তদন্ত করছেন৷
সোমবার ঘটনাস্থলে পৌঁয়ায় আইবির ছ’য় সদস্যের গোয়েন্দা দল৷ সোমবার ১২টা নাগাদ তাঁরা ন্যাজাটে যান৷ ছয় সদস্যের গোয়েন্দা দল এলাকা ঘুরে দেখেন৷ তুলে রাখেন ভিডিও৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে৷ আজ, ফের তদন্ত প্রক্রিয়া শুরু হতেই বাধার মুখোমুখি হন আধিকারিকরা৷
অন্যদিকে, রাজনৈতিক সংঘর্ষে ফের বলি বাংলায় তিন প্রাণ৷ সংঘর্ষ ঘিরে রাজনৈতিক কাদা ছোড়ছুড়ি চলছেই৷ রাজনৈতিক কোনদলের জেরে গুমরে কাঁদছে গোটা সন্দেশখালির ন্যাজাট৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যু ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষে সরকারিভাবে তিন জনের মৃত্যুর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ কেন্দ্রের৷ রাজ্য সরকার বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে কড়া সমালোচনা অমিত শাহরের স্বরাষ্ট্র মন্ত্রকের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাঠানো হয়েছে বেশ কিছু পরামর্শ৷ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই নিয়ে পাল্টা জবাবও দিয়েছে রাজ্য৷ এই নিয়ে চলছে রাজনৈতিক চর্চা৷