‘ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকে জেলে পাঠাবো’

মুম্বই: ভারতীয় সংবিধানের জনক বলা তাঁর দাদুকে। অথচ তাঁর উত্তরসূরি অর্থাৎ বি আর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরের মুখে শোনা গেল সেই সংবিধানের উল্টো কথা। ভোটে জিতলে নির্বাচন কমিশনকে দু’দিনের জন্য জেলে পাঠাবেন বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের যাবতমল জেলায় ভোটের প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনকে এমনই হুঁশিয়ারি দেন ভারিপা মহাসংঘের চেয়ারপার্সন প্রকাশ আম্বেদকর।

‘ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকে জেলে পাঠাবো’

মুম্বই: ভারতীয় সংবিধানের জনক বলা তাঁর দাদুকে। অথচ তাঁর উত্তরসূরি অর্থাৎ বি আর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরের মুখে শোনা গেল সেই সংবিধানের উল্টো কথা।

ভোটে জিতলে নির্বাচন কমিশনকে দু’দিনের জন্য জেলে পাঠাবেন বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের যাবতমল জেলায় ভোটের প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনকে এমনই হুঁশিয়ারি দেন ভারিপা মহাসংঘের চেয়ারপার্সন প্রকাশ আম্বেদকর।

তাঁর প্রশ্ন, কেন ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলিকে পুলওয়ামার প্রসঙ্গ তুলতে নিষেধ করেছে নির্বাচন কমিশন? সোলাপুর কেন্দ্রের প্রার্থী প্রকাশ আম্বেদকরের মতে, ‘নির্বাচন কমিশন একপেশে সিদ্ধান্ত নিয়েছে। পুলওয়ামাতে জঙ্গি হামলায় আমরা ৪০ জন সেনাকে হারিয়েছে। আমি জানতে চাই, কেন ভোটের প্রচারে আমরা পুলওয়ামার প্রসঙ্গ তুলতে পারব না? ভারতীয় সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে।’ পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘আমরা ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকে ছাড়া হবে না। তাদের দু’দিনের জন্য জেলে পাঠাব। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *