‘বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাব’

বারাসত: ‘বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাব’, সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা এমনই হুমকির পোস্টার দেখে আতঙ্ক ছড়াল মধ্যমগ্রামে৷ এলাকার বিভিন্ন দেওয়ালে দেওয়া এই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক শোরগোল৷ বিজেপির দাবি, তৃণমূল এই ধরনের চাপা সন্ত্রাস তৈরি করছে৷ তৃণমূলের দাবি, এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করছে বিজেপি৷ তারাই লোকজনই এই পোস্টার দিয়েছে৷

‘বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাব’

বারাসত: ‘বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাব’, সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা এমনই হুমকির পোস্টার দেখে আতঙ্ক ছড়াল মধ্যমগ্রামে৷ এলাকার বিভিন্ন দেওয়ালে দেওয়া এই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক শোরগোল৷ বিজেপির দাবি, তৃণমূল এই ধরনের চাপা সন্ত্রাস তৈরি করছে৷ তৃণমূলের দাবি, এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করছে বিজেপি৷ তারাই লোকজনই এই পোস্টার দিয়েছে৷

স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রাম শহরের ৩ ওয়ার্ডের পাটুলি শিবতলা এলাকায় প্রথম এই হুমকি পোস্টার উদ্ধার হয়৷  একটি সেলুনের দরজার উপর পোস্টার লাগানো হয়৷ তারপরই হইচই পড়ে যায় এলাকায়৷  রাতে কেউ বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে বলে অনুমান স্থানীয়দের৷ পরে ওই পোস্টার নষ্ট করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =