‘আমি চাই কানহাইয়া হোক প্রধানমন্ত্রী’, মমতার পাঁশে দাড়িয়ে কবির সুমন

কলকাতা: ‘আমি চাই মানুষের হাতে রাজনিতিহবে ভীষণ জব্দ।’ সেই কবে লিখেছিলেন কবির সুমন৷ এবার লোকসভা নির্বাচনের সেই সুমনই কানহাইয়াকে চাইলেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে৷ সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তাঁর মতামত৷ সাফ জানিয়ে দেন, বিজেপি দলিত বিরোধী, মুসলিম বিরোধী, বড়লোককে তোয়াজ করা দল৷ তাই তিনি বিজেপিকে চান না৷ বিজেপি নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা

‘আমি চাই কানহাইয়া হোক প্রধানমন্ত্রী’, মমতার পাঁশে দাড়িয়ে কবির সুমন

কলকাতা: ‘আমি চাই মানুষের হাতে রাজনিতিহবে ভীষণ জব্দ।’ সেই কবে লিখেছিলেন কবির সুমন৷ এবার লোকসভা নির্বাচনের সেই সুমনই কানহাইয়াকে চাইলেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে৷ সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তাঁর মতামত৷

সাফ জানিয়ে দেন, বিজেপি দলিত বিরোধী, মুসলিম বিরোধী, বড়লোককে তোয়াজ করা দল৷ তাই  তিনি বিজেপিকে চান না৷  বিজেপি নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা প্রসঙ্গে সুমনের মন্তব্য, ‘‘বরুণ গান্ধী আমার খুব স্নেহের। তথাগত সতপথি অর্থাৎ ওড়িশার প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী নন্দিনী সতপথির পুত্র৷ তথাগত অসম্ভব মেধাবী ছেলে৷’’ রাজ্যের প্রসঙ্গ উঠতেই মমতার পাশে দাঁড়ান তিনি৷ বলেন, ‘‘বিজেপিকে রুখতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপিকে হঠাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিতে হবে৷’’ মমতার পাশে দাঁড়ালেও পরবর্তী প্রধানমন্ত্রী পদে কানহাইয়াকে চান সুমন৷ বলেন, আমি চাই কানহাইয়া হোক প্রধানমন্ত্রী৷ ভারতের বর্তমান জনবিন্যাস অনুযায়ী ৩৫ থেকে ৪৪-এর মধ্যে যাঁদের বয়স, তাঁদের হাতেই নেতৃত্ব তুলে দিতে হবে৷’’

‘যদি বল চাইছি নেহাত…যদি বল চাইছি নেহাত চাইছি নেহাত স্বর্গ রাজ্য/ আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য।’- কবির সুমন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =