ফনিকে রুখতে ফণা তুলেছিলাম, কী বললেন মমতা?

আজ বিকেল: ফনি বাংলায় আছড়ে পড়েও তেমন কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি, তবে বঙ্গীয় রাজনীতিতে স্থায়ী ছাপ রেখে গিয়েছে। ফনি আসার সময় প্রধানমন্ত্রী ফোন তোলেননি মুখ্যমন্ত্রী, এনিয়ে রাজনৈতিক চাপানউতোর েখনও চলছে। ষষ্ঠ দফা নির্বাচনের আগে হাওড়ার জনসমাবেশ থেকে ফের একবার ফোন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়লেন না মমতা। এদিন তিনি বলেন, “আমি যখন খড়গপুরে বসে আছি, তুমি তখন কলকাতায়

627fdf639922b6fbdce3246c8034fc7c

ফনিকে রুখতে ফণা তুলেছিলাম, কী বললেন মমতা?

আজ বিকেল: ফনি বাংলায় আছড়ে পড়েও তেমন কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি, তবে বঙ্গীয় রাজনীতিতে স্থায়ী ছাপ রেখে গিয়েছে। ফনি আসার সময় প্রধানমন্ত্রী ফোন তোলেননি মুখ্যমন্ত্রী, এনিয়ে রাজনৈতিক চাপানউতোর েখনও চলছে। ষষ্ঠ দফা নির্বাচনের আগে হাওড়ার জনসমাবেশ থেকে ফের একবার ফোন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়লেন না মমতা। এদিন তিনি বলেন, “আমি যখন খড়গপুরে বসে আছি, তুমি তখন কলকাতায় ফোন করেছ। কেন তুমি আমার মোবাইল নম্বর জানো না? সারাক্ষণ তো আমার ফোন ট্যাপ করো। কার সঙ্গে কথা বলছি, কাকে মেসেজ করছি, সব দেখো!আমি যখন ফনির জন্য খড়গপুরে বসে আছি, তুমি তখন ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছ। আমাকে এসব শেখাতে এসো না।”

ফনির মোকাবিলায় কোনওরকম ত্রুটি রাখতে চায়নি রাজ্য প্রশাসন, তাই রাজনৈতিক সমাবেশ বন্ধ করে খড়গপুরেই কন্ট্রোলরুম করেছেন। সেখান থেকে তিনি রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকে কীক্ষ্ন নজর রেখেছেন, মানুষকে বারবার সাবধানী বাণী শুনিয়ে সতর্ক করেছেন। এই প্রসঙ্গে এদিন মমতা বলেন, “ফনি এসেছিল ফণা তুলবে বলে। যেখান দিয়ে বাংলায় ঢোকার কথা ছিল, সেখানে গিয়ে বসে ছিলাম। ফণাটা আগে আমার দিকে তুলুক। তারপর ঝাঁপিয়ে পড়ব।”
তাঁর অভিযোগ, এই দুর্যোগ নিয়ে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন।

এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য কানে আসতেই বিরোধী মহলে কটাক্ষের সুর চড়া হয়েছে। কেউ বলছেন ফনি খড়গপুরে তাঁর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে। কেউ বলছে, মমতা নিজেই দলীয় নেতাদের ফোন ট্যাপ করেন তাই সকলকে তেমনটাই ভাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *