কলকাতা: জাতীয় রাজনীতিতে দু’টি দলকে এক সুতোয় বাঁধল রাজ্যের প্রশাসনিক ভাবন নবান্ন৷ চলতি লোকসভা নির্বাচনে আন্দামান ও নিকোবরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অয়ন মণ্ডলকে সমর্থন করবে অভিনেতা কমল হাসানের দল ‘মক্কল নিধি মইয়ম’৷ সোমবার নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন মাক্কাল নিধি মাইয়াম পার্টির সুপ্রিমো কমল হাসান৷
আজ নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম নেতা কমল হাসান বলেন, ‘‘আন্দামানকে ফোকাস করেই আজকের এই বৈঠক। আমরা মাক্কাল নিধি মাইয়াম ও তৃণমূল একটা অ্যালায়েন্স করেছি৷’’
Kamal Haasan, Makkal Needhi Maiam after meeting West Bengal CM: Meeting was excellent we are proud to say that Makkal Needhi Maiam is an ally of TMC in Andaman. We hope this relation evolves in future. I’m going to campaign for their candidate (in Andaman). pic.twitter.com/gaZSj3TLQZ
— ANI (@ANI) March 25, 2019
সাংবাদিকদের তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালে। এরপর স্টেপ বাই স্টেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘‘আমাদের ছোট রিজিওনাল পার্টি। ৬ তারিখে আন্দামানে মিটিং ডেকেছি আমরা। আজ মমতাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম।’’ পাশাপাশি আন্দামান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অয়ন মণ্ডলের হয়ে প্রচারেও যাবেন বলে জানান কমল হাসান।
পূর্বঘোষণা অনুযায়ী গত ২১ ফেব্রুয়ারি মাদুরাইয়ে এক জনসভা থেকে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন অভিনেতা কমল হাসান। তাঁর দলের নাম ‘মক্কাল নিধি মায়াম।’ এই দলের পতাকাও প্রকাশ করা হয়৷ কমলের দলের পতাকার রং লাল-সাদা-কালো। সাদার উপর ৬টি হাত রয়েছে। তার মধ্যে তিনটি হাতের রং লাল। কালো রঙের একটি তারাও আছে পতাকায়। তামিলনাড়ুর প্রথমসারির দু’টি রাজনৈতিক দল এআইএডিএমকে ও ডিএমকে-র পতাকায় সাদা ও কালো রং আছে। তামিলনাড়ুর রাজনীতিতে এই দু’টি রঙের বিশেষ তাৎপর্য আছে।