আজ বিকেল: কমিশন তাঁকে বন্দি করলেও এই বন্দিত্বকে পাত্তা দিচ্ছেন না বীরভূমের অবিসংবাদী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সাফ জানিয়েছেন, তাঁকে বন্দি করা যায় না। গতকাল কমিশনের নির্দেশে ফোনটিও জমা দিয়ে দিয়েছেন। তবে তাতে কি, ফোন জমা করলেও কেষ্টর দাবি, তাঁর অনেক ফোন। সেসব ফোনে কথা বলার তো কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। অন্যেরপোন থেকে তিনি প্র্যেকটি বুতের খবর নিতে থাকবেন।
বাহিনী যতই বাড়ির আশপাশে ঘিরে থাকুক, কিছুটা দূরেই রয়েছে ডিএমের গাড়ি। সবার লক্ষ্য অনুব্রতকে নজরবন্দি করে রাখা, তবে এসবের মধ্যে তৃণমূলের জেলাসভাপতির দৈন্দিন রুটিনে কোনওরকম পরিবর্তন হয়নি। তিনি সারাদিন যেখানে যেখানে যাবেন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও ও ডিএম সেখানে যাবেন। আগামীকাল সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
অনুব্রতবাবু সকালে সাংবাদিকদের জানিয়েছেন, কমিশন তাঁকে নজরবন্দি করুক আর যাই করুক, নকুলদানা বিলি কিন্তু কোনওভাবেই আটকাবে না।