কলকাতা: বিজেপির যা টাকা রয়েছে, তা দিয়ে গোটা তৃণমূল কংগ্রেস দলটাকেই কিনে নেওয়া যায়। কিন্তু অর্থের বিনিময়ে মানুষ কিংবা পার্টি কেনাবেচা করে না বিজেপি। সোমবার এই মন্তব্য করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনই নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, গেরুয়া পার্টি টাকার জোরে দল ভাঙাচ্ছে।
সম্প্রতি বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান, টিএমসিপির প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা, শাসকদল ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল থেকে গেরুয়া শিবিরে নাম লেখানো নেতাদের নাম না করে মমতা বলেন, টাকা দিয়ে অনেককে দলে নিয়ে আসা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য, টাকা দিয়ে বিরোধী দলের এমএলএ, এমপি, গ্রাম প্রধানদের কেনার অভ্যাস মুখ্যমন্ত্রীর রয়েছে। বিজেপি চাইলে আস্ত তৃণমূলটাকেই কিনে নিতে পারে। কিন্তু সেটা আমাদের স্বভাব নয়।